ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিসিএলে লিটনের ২১৯, নাঈমের ১৭৬

প্রকাশিত: ০৪:১২, ৩০ জানুয়ারি ২০১৭

বিসিএলে লিটনের ২১৯,  নাঈমের ১৭৬

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম শ্রেণীর ক্রিকেটে এর আগে আটটি শতক ছিল লিটন কুমার দাসের। কিন্তু কোনটিই দুই ’শ রান ছুঁতে পারেনি। এবার বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) প্রথম ম্যাচে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ২১৯ রান করে ফেলেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের লিটন। তাতে করে দ্বিতীয়দিন শেষেও মধ্যাঞ্চল থেকে ৭৮ রানে এগিয়ে থাকে পূর্বাঞ্চল। ম্যাচটিতে লিটনের অসাধারণ ব্যাটিংয়ের সঙ্গে মধ্যাঞ্চলের শুভাগত হোম দুর্দান্ত বোলিংও করেন। ৫ উইকেট শিকার করেন। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে বিসিবি উত্তরাঞ্চলের প্রথম ইনিংসই এখনও শেষ হয়নি। নাঈম ইসলামের অপরাজিত ১৭৬ রানে ৭ উইকেট হারিয়ে দ্বিতীয়দিন শেষ হওয়ার আগে ৪৭৪ রান করে উত্তরাঞ্চল। দেশের একমাত্র প্রথম শ্রেণীর ফ্র্যাঞ্চাইজি লীগ বিসিএলের প্রথমদিনে বগুড়ায় বিপাকে পড়েছিল মধ্যাঞ্চল। পূর্বাঞ্চলের আবু জায়েদ রাহির (৫/৩৭) বোলিংয়ে ২২৪ রানেই গুটিয়ে গিয়েছিল। এরপর বিনা উইকেটে ৯৫ রান করে পূর্বাঞ্চল প্রথমদিন শেষ করে। প্রথমদিনে পূর্বাঞ্চল ১২৯ রানে পিছিয়ে ছিল। লিটন ৬০ রানে অপরাজিত ছিলেন। প্রথম ইনিংসে ৩৬৭ রান করে গুটিয়ে যায় পূর্বাঞ্চল। ধীরে ধীরে এগিয়ে গিয়ে শতকতো করেনই লিটন। ডাবল শতকও তুলে নেন। দল ৩৬৭ রান করে, লিটন একাই করেন ২১৯ রান। ২৪১ বলে ২৬ চার ও ৪ ছক্কায় এই রান করেন লিটন। লিটন যেন ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে খেলার দাবিদারও হয়ে ওঠেন। প্রাথমিক দলেও আছেন এ ব্যাটসম্যান। প্রথম ইনিংসে ১৪৩ রানে এগিয়ে যায় পূর্বাঞ্চল। শুভাগত হোম বল হাতে ঝলক না দেখালে আরও রান পূর্বাঞ্চলের স্কোরবোর্ডে জমা হয়ে যেত। এরপর দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শামসুর রহমান (২৯*) ও রকিবুল হাসানের (২৯*) ব্যাটিংয়ে এগিয়ে চলছে মধ্যাঞ্চল। ১ উইকেট হারিয়ে ৬৫ রান করেছে। আজ ম্যাচের তৃতীয়দিনে শামসুর ও রকিবুল ব্যাট হাতে নামবেন। প্রথম ম্যাচে সিলেটে দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন বিসিবি উত্তরাঞ্চলের ব্যাটসম্যানরা। প্রথমদিনে ২১০ রান করেছিল দলটি। নাঈম ৫৪ রানে অপরাজিত ছিলেন। শনিবার আরও ১২২ রান করেন নাঈম। আবার ৪৫৭ বলে ১২ চার ও ২ ছক্কায় ১৭৬ রান করে অপরাজিত আছেন। ৭ উইকেটে উত্তরাঞ্চল ৪৭৪ রান করে। আজ তৃতীয়দিনে নাঈমের সঙ্গে ব্যাট করতে নামবেন তাইজুল ইসলাম (৮*)। স্কোর ॥ দ্বিতীয়দিন শেষে মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচ মধ্যাঞ্চল প্রথম ইনিংস ২২৪/১০; ও দ্বিতীয় ইনিংস ৬৫/১; ১৮ ওভার (শামসুর ২৯*, রকিবুল ২৯*; এবাদত ১/২৫)। পূর্বাঞ্চল প্রথম ইনিংস প্রথমদিন শেষে ৯৫/০; (লিটন ৬০*, মেহেদী ৩২*) ও দ্বিতীয়দিন ৩৬৭/১০; ৮৮.৩ ওভার (লিটন ২১৯, মেহেদী ৪১, রাজু ৪০; শুভাগত ৫/১০১, পারভেজ ৩/৫০)। উত্তরাঞ্চল-দক্ষিনাঞ্চল ম্যাচ উত্তরাঞ্চল প্রথম ইনিংস প্রথমদিন শেষে ২১০/৩; (নাঈম ৫৪*, নাসির ৩৫*) ও দ্বিতীয়দিন ৪৭৪/৭; ১৮৪ ওভার (নাঈম ১৭৬*, সোহরাওয়ার্দী ৫৭, নাসির ৩৯, আরিফুল ৪৩)।
×