ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ান ওপেনের মিশ্র দ্বৈতে রানার্সআপ

পারলেন না সানিয়া

প্রকাশিত: ০৪:১২, ৩০ জানুয়ারি ২০১৭

পারলেন না  সানিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ মিশ্র দ্বৈতে এবার শিরোপা জয়ের অন্যতম ফেবারিট ছিলেন ভারতের সানিয়া মির্জা ও ক্রোয়েশিয়ার ইভান দোদিগ জুটি। কারণ র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে তারা। কিন্তু মেলবোর্ন পার্কের রড লেভার এ্যারেনা তাদের শিরোপা দেয়নি। জিততে দেননি অবাছাই মিশ্র জুটি যুক্তরাষ্ট্রের আবিগেইল স্পিয়ার্স ও কলম্বিয়ার জুয়ান সেবাস্তিয়ান ক্যাবাল। রবিবার ফাইনালে তারা সানিয়া-দোদিগ জুটিকে সরাসরি ৬-২, ৬-৪ সেটে হারিয়ে প্রথমবার গ্র্যান্ডসøামের মিশ্র শিরোপা জয় করেছেন। ইউএস ওপেনে দুইবার ফাইনাল খেলেছিলেন মিশ্র দ্বৈতে স্পিয়ার্স। ২০১৩ ও ২০১৪ পরপর দুটি ইউএস ওপেন ফাইনালে হাতে তোলা হয়নি শিরোপা। আর সে কারণে এবার স্পিয়ার্স-ক্যাবাল জুটি ছিল অবাছাই। চতুর্থ পর্বেই কঠিন পরীক্ষা দিতে হয়েছিল এ জুটিকে। বিশ্বের ৭ নম্বর মিশ্র জুটি লুসি রাদেকা ও রাদেকা স্টেপানেক। সেই বাধা টপকানোর পর আর পেছন ফিরে তাকাতে হয়নি স্পিয়ার্স-ক্যাবাল জুটিকে। সেমিফাইনাল পর্যন্ত আর কোন সেটই হারতে হয়নি। ফাইনালে এ কারণে ফেবারিট সানিয়া-দোদিগ জুটির জন্য বড় চ্যালেঞ্জ ছিল তারা। প্রথম সেটেই দুটি ব্রেক পয়েন্ট আদায় করে নেয় স্পিয়ার্স-ক্যাবাল জুটি। মাত্র ৩০ মিনিটের লড়াইয়ে তারা ৬-২ সেটে উড়িয়ে দেন সানিয়া-দোদিগ জুটিকে। শুরুতেই ৪-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন তারা। দাঁড়াতেই পারেননি সানিয়া-দোদিগ। তবে দ্বিতীয় সেটে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটে সানিয়া-দোদিগের। তারা ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে লিড নেয়। তবে সেটা ধরে রাখতে পারেননি তারা। কলম্বিয়ান তারকা ক্যাবাল অবশ্য হাল ছাড়েননি, দুর্দান্ত খেলে তিনি বিপর্যস্ত করেন প্রতিপক্ষ জুটিকে। স্পিয়ার্সও দারুণ সঙ্গ দিচ্ছিলেন ক্যাবালকে। শেষ পর্যন্ত দ্বিতীয় সেটেও ৬-৪ ব্যবধানে জয় তুলে নেয় অবাছাই এ জুটি।
×