ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সময় এখন উপভোগের ॥ সেরেনা

প্রকাশিত: ০৪:১২, ৩০ জানুয়ারি ২০১৭

সময় এখন উপভোগের ॥ সেরেনা

স্পোর্টস রিপোর্টার ॥ আরও একটি গ্র্যান্ডসøাম নিজের শোকেসে তুলেছেন সেরেনা। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল জিতে নিজেকেও নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। টেনিসের উন্মুক্তযুগে সেরেনা উইলিয়ামস এখন সর্বোচ্চ ২৩ গ্র্যান্ডসøামের মালিক। তার সামনে এখন শুধু মার্গারেট কোর্ট। যিনি সবমিলিয়ে ২৪টি গ্র্যান্ডসøাম জয়ের রেকর্ড গড়েছিলেন। তবে সেরেনা যেভাবে ছুটছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তিকেও ছাড়িয়ে যাওয়াটা এখন কেবলই সময়ের ব্যাপার। ভেনাস উইলিয়ামসকে হারিয়ে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাবে সেরেনা জানালেন তার অনুভূতি এবং সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনার কথা। অস্ট্রেলিয়ায় দুটি সপ্তাহ কেমন কেটেছে আপনার? এমন প্রশ্নের জবাবে সেরেনা উইলিয়ামস বলেন, ‘আমি এখানে ভাল খেলেছি। এটাই সবচেয়ে ভাল অনুভূতি।’ মানসিক নাকি শারীরিক-অস্ট্রেলিয়ান ওপেনে কোন বিষয়টা পার্থক্য গড়ে দিয়েছে? আমেরিকার তারকার সহজ উত্তর ‘তার কিছুই জানি না। প্রতিবছরই আমি প্যাট্রিকের সাথে বসি এবং দৃষ্টি দেই কোন কোন বিষয়গুলোতে আমার আরও উন্নতি করার প্রয়োজন। আমি আরও ভাল করতে চাই। সেজন্য অতীতের মতো এবারও একসঙ্গে বসতে চাই এবং কোন কোন বিষয়গুলোতে আমার আরও উন্নতি করা দরকার সেগুলোর দিকে আরও নজর দিতে চাই। আমরা বলেছিলাম ভাল করব এবং তা করছি। তাই এখানেই থেমে যেতে নারাজ। পারফর্মেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’ গত মৌসুমটা তুলনামূলকভাবে খারাপ কেটেছে সেরেনা উইলিয়ামসের। একটি মাত্র গ্র্যান্ডসøামের শিরোপা ছাড়া অর্জনের খাতায় নেই খুব বেশি। সেইসঙ্গে বছরের শেষ মুহূর্তে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও হারিয়ে ফেলেন তিনি। তাহলে কি জার্মান তারকা এ্যাঞ্জেলিক কারবারের কাছে শীর্ষস্থান হারানোটায় অনুপ্রেরণা জুগিয়েছে সেরেনাকে? এ প্রসঙ্গে সেরেনা উইলিয়ামস নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আসলে আমিই ১ নাম্বারের যোগ্য ছিলাম না; তাছাড়া আমার মতে কারবার অবিশ্বাস্য ভাল খেলেছে। সবার চেয়ে ধারাবাহিক পারফর্ম করেছে সে এ কারণে কারবারই এই অবস্থানের যোগ্য ছিল। সত্যি কথা বলতে যখন কেউ ভাল খেলে তখন তাকে স্বীকৃতি দেয়া উচিত। সেক্ষেত্রে কারবারই যোগ্য ছিল।’ ১৯৯৯ সালে ইউএস ওপেনে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছেন সেরেনা উইলিয়ামস। তখন তার বয়স ছিল মাত্র ১৭। এরপর আর পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি আমেরিকান তারকাকে। উইম্বলডন এবং অস্ট্রেলিয়ান ওপেনে সমান সাতবার করে চ্যাম্পিয়ন। ছয়বার শিরোপাটা উচিয়ে ধরেছেন ইউএস ওপেনে। বাকি তিনবার ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন সেরেনা। সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেন জিতে টেনিসের উন্মুক্তযুগে সর্বোচ্চ ২৩ গ্র্যান্ডসøাম জয়ের রেকর্ড গড়েন তিনি। তার আগে এই রেকর্ডটি দখল করে রেখেছিলেন জার্মান কিংবদন্তি স্টেফিগ্রাফ। সেরেনার সামনে এখন শুধুই মার্গারেট কোর্ট। টেনিস ইতিহাসে সবমিলিয়ে যিনি ২৪টি গ্র্যান্ডসøাম জয়ের অবিস্মরণীয় রেকর্ড গড়েন। সেরেনার সামনে এখন তাই প্রশ্নÑ আর কটি গ্র্যান্ডসøাম জিতবেন তিনি? এমন প্রশ্নে আমেরিকান কিংবদন্তি কিছুটা বিরক্ত। সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিলেন সেরেনা, ‘এ বিষয়টি নিয়ে আমি খুব বেশি কিছু ভাবতে চাচ্ছি না। পরের গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের আগে আমি আপনাদের অনুরোধ করব যেন এমন প্রশ্ন আমাকে আর না করা হয়। কারণ এই চাপটা আমি শুধু একদিন, একটা সময়েই নিতে চাই। এই টুর্নামেন্ট শুরুর আগে থেকেই আমি বলে এসেছি যে, এটা আমার জন্য বোনাস। কারণ এখন আমার আর প্রমাণ করার কিছুই নেই। আরেকটি ম্যাচ জেতার কোন তাড়াহুড়োও নেই। এখন স্বস্তি নিয়েই খেলতে চাই এবং সেটাই করছি। এখন আমার সময়টাকে শুধু উপভোগ করতে চাই।’ শীর্ষস্থান ফিরে পাওয়ার পর ধরে রাখতে কেমন গুরুত্ব দিবেন? সেরেনার জবাব, ‘আমি জানি না। সত্যি করে বলছি আমি ধরেই নিয়েছিলাম র‌্যাঙ্কিংয়ের এক নাম্বার ফিরে পাওয়ার জন্য আমার দুবাই যাওয়া উচিত এবং সবধরনের চেষ্টা করা উচিত। এই টুর্নামেন্টের পরই যে তা ফিরে পাব তেমন কোন ধারণাই ছিল না আমার।’
×