ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সামিনা নাফিজের চিত্রকর্ম প্রদর্শনী

প্রকাশিত: ০৪:০৬, ৩০ জানুয়ারি ২০১৭

সামিনা নাফিজের চিত্রকর্ম  প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ শিকড়ের অনুসারী এক চিত্রশিল্পী সামিনা নাফিজ। সেই সুবাদে লোকজ অনুষঙ্গ প্রবল হয়ে ধরা দেয় শিল্পীর ক্যানভাসে। বিচিত্র নকশার হাতপাখা কিংবা বাঘের মুখোশ একে অপরের সঙ্গে মিলেমিশে সহাবস্থান নেয় তাঁর চিত্রপটে। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনালয়ে চলছে এই চিত্রকরের অষ্টম একক প্রদর্শনী। শিরোনাম কোয়েস্ট ফর ট্রুথ এ্যান্ড বিউটি। সভ্যতার আগ্রাসী অগ্রগতিতে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। ইট কাঠের জঞ্জালে ক্রমশই হারিয়ে যাচ্ছে সবুজ, ক্ষতিগ্রস্ত হচ্ছে নিসর্গ। লোকজ অনুষঙ্গের আশ্রয়ে সেই সঙ্কটকে ক্যানভাসে মেলে ধরেছেন সামিনা নাফিজ। প্রদর্শনীতে তেলরং, জলরং, উডকাট ও মিশ্র মাধ্যমে কোলাজ পদ্ধতিতে সৃজিত ৭২টি চিত্রকর্ম রয়েছে। উজ্জ্বল বর্ণ ও অলঙ্কারধর্মিতা প্রাধান্য পেয়েছে শিল্পীর কাজে। লোকজশিল্পের নানা অনুষঙ্গ রঙিন পাখা, শোলার বাঘ, মাটির পুতুল, পাখি, শখের হাঁড়ি, মুখোশ ইত্যাদি বিষয়গুলো সহজাতভাবে উঠে এসেছে সামিনার ক্যানভাসে। ২৭ জানুয়ারি শুরু হওয়া পাঁচ দিনের প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য।
×