ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাহরুখের ‘রইস’ এর সাফল্যে পার্টি

প্রকাশিত: ০৪:০৬, ৩০ জানুয়ারি ২০১৭

শাহরুখের ‘রইস’ এর সাফল্যে পার্টি

সংস্কৃতি ডেস্ক ॥ শাহরুখ খানের ‘রইস’ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বেশ ভাল ব্যবসা করছে। এই সাফল্য উদযাপনের জন্য আজ সোমবার মুম্বাইয়ে পার্টির আয়োজন করেছেন প্রযোজক রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার। রাহুল ধোলাকিয়া পরিচালিত চলচ্চিত্রের গল্প আশির দশকের প্রেক্ষাপটে গুজরাটে মদ বাণিজ্যকে ঘিরে। তখন বেআইনিভাবে মদ আমদানি-রফতানি করতেন অসাধু ব্যবসায়ী রইস আলম। তাকে কেন্দ্র করে কাহিনি এগোয়। ‘রইস’ চলচ্চিত্রে এক ধনী চোরাকারবারির চরিত্রে দেখা গেছে শাহরুখকে। ১৯৮০ সালের গুজরাটকে পটভূমি করে এগিয়ে গেছে এ চলচ্চিত্রের গল্প। এ চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। মজার ব্যাপার হলো, ব্যবসায়িক সাফল্যের জন্য আয়োজিত পার্টিতে অতিথিদের কাউকে কোনো ধরনের এ্যালকোহল দেয়া হবে না। কারণ আজ মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে ভারতীয় অ্যালকোহল আইনে ড্রাই ডে। এই দিনে জনসাধারণের জন্য অ্যালকোহল ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়। রাহুল ধোলাকিয়া পরিচালিত ‘রইস’ চলচ্চিত্রে শাহরুখের বিপরীতে বলিউডে অভিষেক হয়েছে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের। এ ছাড়াও আছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি। চলচ্চিত্রটি এখন পর্যন্ত শুধু ভারতেই হিন্দি সংস্করণ থেকে আয় করেছে ৭৬ কোটি ৮৩ লাখ রুপি। ভারত ও বহির্বিশ্ব মিলিয়ে এর ব্যবসা হয়েছে ১২১ কোটি ২৩ লাখ রূপি। এরই মধ্যে ‘রইসে’র বদৌলতে শীর্ষ পারিশ্রমিকপ্রাপ্ত পাঁচ তারকার কাতারে পৌঁছে গেছেন শাহরুখ! ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পায় ‘রইস’। শুরু থেকেই শিবসেনা দলের হুমকি সত্ত্বেও ‘রইস’কে ঘিরে দর্শকের আগ্রহের কোনো কমতি ছিলো না। এবারে বক্সঅফিসেও তার প্রমাণ পাওয়া গেলো। জানা যায়, মুক্তির প্রথম দিনে ভারতজুড়ে ‘রইস’ আয় করেছে ২০ কোটি ৪২ লাখ রূপি। দ্বিতীয় দিনের আয় ২৬ কোটি ৩০ লাখ রূপি আর তৃতীয় দিনের আয় ১৩ কোটি ১১ লাখ রূপি। মোট আয় ৫৯ কোটি ৮৩ লাখ।বক্সঅফিস বিশেষজ্ঞ তরন আদর্শের মতে, এ আয় শনি ও রবি বারে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এমনকি পাঁচদিনের আয়ে খুব সহজেই ১০০ কোটির ঘরে ঢুকবে ‘রইস’-এমনটাই মনে করেন তিনি। চলচ্চিত্রে শাহরুখ-মাহিরা জুটির দুর্দান্ত পর্দা রসায়ন ও দীর্ঘদিন পর রোমান্টি অবতার হিসেবে শাহরুখের আগমনের কারনেই দর্শকপ্রিয়তা পাচ্ছে ‘রইস’- এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। চলচ্চিত্রটি সহপ্রযোজনা করেছেন শাহরুখ খান ও গৌরি খানের প্রতিষ্ঠান ‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’। এতে শাহরুখ-মাহিরার পাশাপাশি আরও অভিনয় করেছেন জিশান আইয়ুব, অতুল কুলকার্নি, শিবা চ্ড্ডাা প্রমুখ।
×