ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় পথনাট্যোৎসব শুরু হচ্ছে কাল

প্রকাশিত: ০৪:০৫, ৩০ জানুয়ারি ২০১৭

জাতীয় পথনাট্যোৎসব  শুরু হচ্ছে কাল

স্টাফ রিপোর্টার ॥ ‘মূল্যবোধের অবক্ষয় রুখবো, মানবিক সমাজ গড়বো’ শ্লোগানে ‘জাতীয় পথনাট্যোৎসব ২০১৭’ শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। জানা যায়, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের মোট ৪০ নাট্যসংগঠন এ উৎসবে অংশ নেবে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত ৩২তম এ উৎসবের সূচনা হবে বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে। ৭ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ সম্মানিত অতিথি থাকবেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী। সম্মানিত অতিথি থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা ও আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য রাখবেন উৎসব আহ্বায়ক চন্দন রেজা। ঘোষণাপত্র পাঠ করবেন মীর জাহিদ হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান। দেশাত্মবোধক গান পরিবেশনার মধ্যদিয়ে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা শেষে থাকবে পথনাটক পরিবেশনা। দেশের ৮টি বিভাগে ফেব্রুয়ারি মাস জুড়ে চলবে এ আয়োজন। নাট্য আন্দোলনের অংশ হিসেবে ১৯৮৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয় জাতীয় পথনাট্যোৎসব।
×