ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হ্রাস

প্রকাশিত: ০৪:০০, ৩০ জানুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হ্রাস

সরকার পরিবর্তনের পর গেল বছরের শেষ প্রান্তিকে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৯ শতাংশ। এ পরিমাণ বিশ্লেষকদের প্রত্যাশা এবং যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রান্তিকের প্রবৃদ্ধির চেয়ে অনেক কম। গেল বছর দেশটির প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৬ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বনিম্ন। অথচ ২০১৫ সালে এ পরিমাণ ছিল আড়াই শতাংশের ওপরে। প্রবৃদ্ধি ৪ শতাংশে উন্নীত করতে এরই মধ্যে কর কাটছাঁট ও অবকাঠামো খাতে বিনিয়োগের ঘোষণা দিয়েছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। -অর্থনৈতিক রিপোর্টার
×