ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পণ্য অনুযায়ী মানসম্পন্ন পাটের বস্তা চান ব্যবসায়ীরা

প্রকাশিত: ০৪:০০, ৩০ জানুয়ারি ২০১৭

পণ্য অনুযায়ী মানসম্পন্ন পাটের বস্তা চান ব্যবসায়ীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন করে ১১টি পণ্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তবে কিছু পণ্যের গুণগত মান রক্ষায় মানসম্মত বস্তা তৈরির দাবি তাদের। প্রজ্ঞাপন অনুযায়ী আইন বাস্তবায়ন হলে অভ্যন্তরীণভাবে পাটের ব্যবহার প্রায় ১৫ শতাংশ বাড়বে বলে জানিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। ভারত থেকে আমদানি করা পেঁয়াজে পাটের বস্তা দেখা গেলেও বাংলাদেশে পাটের বস্তায় পেঁয়াজ রাখা হয় না। পার্শ্ববর্তী দেশটিতে বিভিন্ন পণ্যে পাট ব্যবহারের নির্দেশনা ও বাস্তবায়ন কার্যকর পদক্ষেপ দেখা গেলেও বিশ্বের অন্যতম পাট উৎপাদক হিসেবে বাংলাদেশের চিত্র ভিন্ন। হরহামেশাই প্রায় সব পণ্যে অবাধ ব্যবহার হয় প্লাস্টিক বস্তার। যদিও বাধ্যতামূলক পাট ব্যবহার আইন করা হয় ২০১০ সালে। ২০১৩ তে আইন সংশোধনের পরও মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে সময় লেগে যায় ২০১৬ পর্যন্ত। প্রাথমিকভাবে ধান, চাল, গমসহ ৬টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করলেও এবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে আটা, ময়দা, পেঁয়াজ, আলু, আদাসহ আরও ১১টি পণ্যের ক্ষেত্র। নতুন এ নির্দেশনা বাস্তবায়ন করা গেলে পাটের ব্যবহার আরও বৃদ্ধি পাবে বলে জানায় পাট মন্ত্রণালয়। ২১ জানুয়ারি প্রজ্ঞাপন দেয়া হলেও বিভিন্নভাবে প্রচারণা চালানোর পরই আইন কার্যকরে অভিযান চালানো হবে বলেও জানান প্রতিমন্ত্রী। সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে ইতিবাচক সাড়া থাকলেও কিছু পণ্যের ক্ষেত্রে সমস্যা তুলে ধরেন ব্যবসায়ীরা। পাটের মোড়ক আইন বাস্তবায়নের পাশাপাশি পণ্য অনুযায়ী মানসম্মত বস্তা তৈরির পরামর্শ ব্যবসায়ীদের।
×