ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পল্লী অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প

প্রকাশিত: ০৩:৫৯, ৩০ জানুয়ারি ২০১৭

পল্লী অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প

অর্থনৈতিক রিপোর্টার ॥ খুলনা বিভাগের ১০টি জেলার ৫৯টি উপজেলায় পল্লী অবকাঠামো উন্নয়নে একটি প্রকল্প হাতে নিচ্ছে সরকার। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৬৩৫ কোটি ৭০ লাখ টাকা। প্রকল্পের আওতাধীন জেলাগুলো হচ্ছে- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা। এ সংক্রান্ত একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী সভায় প্রস্তাবটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে বলে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে। অনুমোদন পেলে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্প শেষ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সূত্র জানায়, গ্রামাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ নেটওয়ার্ক স্থাপন অত্যন্ত জরুরী। দেশের গুরুত্বপূর্ণ জনপদ বিশেষ করে খুলনা বিভাগ অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে। এখানে কৃষি পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করতে হলে গ্রামীণ যোগাযোগ নেটওয়ার্ক স্থাপন অপরিহার্য। প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রকল্প এলাকায় যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠবে। অবকাঠামোর উন্নয়ন হলে পণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও পরিবহন ব্যয় হ্রাস পাবে। এছাড়া প্রকল্প এলাকার জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি দারিদ্রতা কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। তাই সম্পূর্ণ সরকারী অর্থায়নে ২ হাজার ৬৪২ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৬ সালের জুলাই হতে ২০২১ সাল পর্যন্ত বাস্তবায়নের জন্য প্রকল্পটি প্রস্তাব করা হয়। ২০১৬ সালের ২৭ ডিসেম্বরের প্রকল্পটির ওপর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ২ হাজার ৬৪২ কোটি টাকা হতে ৬ কোটি ৩০ লাখ টাকা কমিয়ে মোট ২ হাজার ৬৩৫ কোটি ৭০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৭ সালের জানুয়ারি হতে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়নের জন্য সুপারিশ করা হয়। প্রকল্পের প্রধান কার্যক্রমগুলো হচ্ছে- ৩৪২ কিলোমিটার উপজেলা সড়ক উন্নয়ন (বিসি), ৮৬৮ দশমিক ৫০ কিলোমিটার ইউনিয়ন সড়ক উন্নয়ন, ১ হাজার ৩৩৮ কিলোমিটার গ্রাম সড়ক উন্নয়ন, ২১৮ কিলোমিটার গ্রাম সড়ক উন্নয়ন (এইচবিবি), ৮২০ মিটার উপজেলা সড়কে ব্রিজ-কালভার্ট নির্মাণ, ২ হাজার ১৬২ মিটার ইউনিয়ন ও গ্রাম সড়কে ব্রিজ-কালভার্ট নির্মাণ, ১ হাজার ১৬৩ কিলোমিটার সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ, ২৫টি গ্রোথ সেন্টার গ্রামীণ হাট উন্নয়ন এবং ২১টি ল্যান্ডিং ঘাট নির্মাণ করা। এ বিষয়ে পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য এ. এন. সামসুদ্দীন আজাদ চৌধুরী পরিকল্পনা কমিশনের মতামত দিতে গিয়ে বলেছেন, ‘প্রকল্পটির আওতায় সড়ক অবকাঠামো উন্নয়ন, সড়ক রক্ষণাবেক্ষণ এবং ব্রিজ-কালভার্ট নির্মাণের ফলে প্রকল্প এলাকায় যোগাযোগ, কৃষি পণ্যের বাজারজাতকরণ, স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সহায়তা করবে বিধায় প্রকল্পটি অনুমোদন যোগ্য।’
×