ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইন্টারনেট সংযোগে বাধার অভিযোগ

প্রকাশিত: ০৩:৫৯, ৩০ জানুয়ারি ২০১৭

ইন্টারনেট সংযোগে  বাধার অভিযোগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্থানীয় সন্ত্রাসী ও অবৈধ ব্যবসায়ীরা ইন্টারনেট সংযোগে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে সাইবার ক্যাফে ওনার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। আর এ কারণেই গ্রহকরা নিরবচ্ছিন্নভাবে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না বলে দাবি করেছেন সংগঠনটি। তাই জনস্বার্থেই এসব সন্ত্রাসী ও নেটওয়ার্ক-এলাকা দখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কোয়াব। রবিবার জাতীয় প্রেসক্লাবের আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে কোয়াবের সভাপতি এস এম জুলফিকার রহমান বলেন, সেবার মাধ্যমে নিজেদের অর্থনৈতিক সচ্ছলতা আনার পাশাপাশি দেশের অর্থনীতিতে ইন্টারনেট ব্যবসায়ীরা বিরাট অবদান রেখে চলেছেন। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, বিভিন্ন এলাকায় কিছু অবৈধ ব্যবসায়ী ও কিছু সন্ত্রাসীর কারণে ইন্টারনেট সেবা হুমকির মুখে পড়েছে। জুলফিকার রহমান বলেন, সন্ত্রাসীরা বিভিন্ন এলাকায় ইন্টারনেট কেবল কেটে দিচ্ছে, যন্ত্রপাতি ও বক্স খুলে নিচ্ছে, ইন্টারনেট সংযোগ দেয়ায় বাধা দিচ্ছে। নেটওয়ার্ককর্মীদের শারীরিক নির্যাতন এখন নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ফলে আমরা গ্রাহকদের উন্নত সেবা দিতে পারছি না। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করলে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে ব্যাহত হবে বলে উল্লেখ করেন কোয়াব নেতা।
×