ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্বতন্ত্র পরিচালকের নাম প্রস্তাব করেছে সিএসই

প্রকাশিত: ০৩:৫৮, ৩০ জানুয়ারি ২০১৭

স্বতন্ত্র পরিচালকের নাম প্রস্তাব করেছে সিএসই

আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) স্বতন্ত্র পরিচালকদের মেয়াদ শেষ হচ্ছে। তাই আগামী মেয়াদে স্বতন্ত্র পরিচালক হতে ইচ্ছুক এমন ১৪ জনের নাম বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) প্রস্তাব করেছে স্টক একচেঞ্জটি। কমিশন এই ১৪ জনের তালিকা থেকে সাতজনকে স্টক এক্সচেঞ্জের পরবর্তী মেয়াদের জন্য স্বতন্ত্র পরিচালক নির্বাচন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানা যায়, ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর বিএসইসির ৪৯৪তম সভায় ডিমিউচুয়ালাইজেশন স্কিমের অনুমোদন দেয়া হয়। স্কিমে বলা হয়, স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা হচ্ছে ১৩ জন। এর মধ্যে সাতজন হলেন স্বাধীন পরিচালক, চারজন নির্বাচিত শেয়ারহোল্ডার, একজন স্ট্র্যাটেজিক পার্টনার ও একজন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এক্সচেঞ্জগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সংখ্যাগরিষ্ঠ সদস্য স্বতন্ত্র পরিচালক নিযুক্ত হবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×