ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্লক মার্কেটে ৫ কোম্পানির লেনদেন

প্রকাশিত: ০৩:৫৮, ৩০ জানুয়ারি ২০১৭

ব্লক মার্কেটে ৫ কোম্পানির  লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫ কোম্পানির মোট ১০ লাখ ৯৫৭ শেয়ার ৫ বার লেনদেন হয়েছে। যার বাজার দর ১ কোটি ৬৩ লাখ ১ হাজার টাকা। ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলো হলোÑ এশিয়া ইন্স্যুরেন্স, আইডিএলসি, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং জাহিন স্পিনিং। এই দিনে ব্লক মার্কেটে এশিয়ান ইন্স্যুরেন্সের ২৩ হাজার ২৬২ শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজারমূল্য ৫৩ লাখ টাকা। আইডিএলসিল ১ লাখ ১ হাজার ১৯৭ শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৭০ লাখ ৫৩ হাজার টাকা। পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬ লাখ শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজারমূল্য ৪২ লাখ টাকা। প্রিমিয়ার ব্যাংকের ১ লাখ ৯৬ হাজার ৪৯৮ শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজারমূল্য ২৬ লাখ ১৩ হাজার টাকা এবং জাহিন স্পিনিয়য়ের ৮০ হাজার শেয়ার ১ বার লেনদেন হয় যার বাজার দর ১৯ লাখ ৪ হাজার টাকা।
×