ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুদ্রানীতি ঘোষণার দিনে সূচক কমেছে ২ শতাংশ

প্রকাশিত: ০৩:৫৭, ৩০ জানুয়ারি ২০১৭

মুদ্রানীতি ঘোষণার দিনে সূচক কমেছে ২ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরের শেষ অর্ধবার্ষিকীর জন্য মুদ্রানীতির ঘোষণার দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১১৭ পয়েন্ট বা ২ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণও সামান্য কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। মুদ্রানীতিতে তেমন পরিবর্তন না হলেও মুদ্রানীতি ঘোষণার সময় গবর্নর বলেন, ২০১০ সাল থেকে বিরাজমান মন্দাবস্থা থেকে বেরিয়ে আসছে। এই প্রক্রিয়াটি যাতে সুস্থ ধারায় থাকে সে জন্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কঠোর নজরদারী করা অতীব জরুরী। না হলে অতীতের মতো এবারও প্রলুব্ধ ক্ষুদ্র বিনিয়োগকারীদের গুরুতর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে। ডিএসইর পরিচালক ও সাবেক সভাপতি রকিবুর রহমান বলেন, মুদ্রানীতি ঘোষণা করার সময় শেয়ারবাজার নিয়ে গবর্নরের করা মন্তব্যের কারণেই বাজারে বড় দরপতন হয়েছে। তিনি এখন যে ধরনের নিয়ন্ত্রণের কথা বলেছেন, তা এ মুহূর্তে কোন দরকার নেই। নেতিবাচক কথা বলছে বাজারে তার একটি প্রভাব পড়বেই। রবিবারের বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে এক হাজার ১৩৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৩২ কোটি ৪৫ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ২৬৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৭, কমেছে ২৭৫ এবং অপরিবর্তিত রয়েছে ৫টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১১৭ পয়েন্ট কমে ৫ হাজার ৫০০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৭৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৩ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ বেক্সিমকো, এসিআই, ইসলামী ব্যাংক, আরএসআরএম স্টিল, একমি ল্যাবরেটরিজ, লঙ্কা বাংলা ফাইনান্স, যমুনা অয়েল, আরএকে সিরামিক, সাইফ পাওয়ার টেক ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলোÑ আনালিমা ইয়ার্ন, গোল্ডেন হার্ভেস্ট, এ্যাপেক্স ফুডস, হাক্কানী পাল্প, মুন্নু সিরামিক, ডরিন পাওয়ার, প্রিমিয়ার সিমেন্ট, কেডিএস এক্সেসরিজ, এ্যাপেক্স ট্যানারি ও ফরচুন সুজ। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ শাইনপুকুর সিরামিক, আজিজ পাইপস, বেক্সিমকো সিনথেটিকস, পিপলস লিজিং, সাভার রিফ্যাক্টরিজ, আইসিবি ইসলামী ব্যাংক, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, প্রাইম ফাইনান্স মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো ও ফার্স্ট ফাইনান্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৬৮ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৭৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪২, কমেছে ২১৭ এবং অপরিবর্তিত রয়েছে ৪টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ বেক্সিমকো, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, বিকন ফার্মা, বিএসআরএম লিমিটেড, কেয়া কসমেটিকস, ফরচুন সুজ, এক্সিম ব্যাংক, এবি ব্যাংক ও আরএকে সিরামিক।
×