ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাজীপুরের বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ক্লাশ করছে

প্রকাশিত: ২৩:২৪, ২৯ জানুয়ারি ২০১৭

গাজীপুরের বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ক্লাশ করছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও অবহেলার কারনে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝুকিপূর্ণ ভবনে ক্লাশ করছে। এতে ওই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে চলেছে। ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা। তারা নতুন ভবন নির্মাণের দাবী জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে গাজীপুর সিটি কর্পোরেশনের নীলের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রাণের ঝুকি নিয়ে প্রতিদিন ক্লাশ করছে। স্কুলটিতে পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী লেখাপড়া করছেবর্তমান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গাজীপুর পৌর সভার চেয়ারম্যান থাকাবস্থায় ১৯৯৮সালে ওই ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট ১৯৯৯ সালে ওই ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করলে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য আহসান উল্লাহ মাষ্টার নব নির্মিত এ দ্বিতল ভবনের উদ্বোধন করেন। বর্তমানে বিদ্যালয়ের ওই দ্বিতল ভবনটির দেয়ালে ও ছাদের ভিতরে বাইরে বিভিন্নস্থানে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে এবং প্লাস্টার ও ইট খসে পড়ছে। এমতাবস্থায় বিদালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের ভোগান্তি দুর করতে নতুন ভবনের দাবী জানিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ এলাকাবাসী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহেলা বেগম ও পরিচালনা কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন খোকন জানান, আমরা বিদ্যালয়ের ভবনের ফাটলের ছবি ও বিভিন্ন তথ্যসহ স্থানীয় উপজেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে প্রায় বছর খানেক আগেই জমা দিয়েছি এবং ব্যাক্তিগতভাবে জানিয়েছি। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাই বিদ্যালয়ের আরো একটি ভবনের প্রয়োজন। আমরা এব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
×