ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

একদিনে সূচক কমেছে ২ শতাংশ

প্রকাশিত: ২৩:২১, ২৯ জানুয়ারি ২০১৭

একদিনে সূচক কমেছে ২ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১৭ পয়েন্ট বা ২ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণও সামান্য কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, গত তিনদিন ধরেই পুঁজিবাজারে দর সংশোধনের ধারা চলছিল। কিন্তু রবিবারে ব্যাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিতে পুুঁজিবাজারে বিনিয়োগ নিয়ে অতি সতর্কতামূলক বক্তব্য যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করেছে। কারণ গত এক সপ্তাহ ধরেই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনও (বিএসইসি) নানা পরামর্শ ও নির্দেশনা দিয়েছে। তাই আলাদা করে ব্যাংলাদেশ ব্যাংক গর্বনরের এই বিষয়ে না উল্লেখ করলেও চলতো। কিন্তু চলতি অর্থবছরের শেষ অর্ধবার্ষিকীর জন্য ঘোষণা করা মুদ্রানীতির বক্তব্যে ব্যাংক গর্বনর কোন কারণ ছাড়াই বাজার ও ক্ষুদ্র বিনিয়োগকারী নিয়ে অতি সচেতনামূলক বক্তব্য রেখেছেন। যেটি সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা খুব ইতিবাচকভাবে নেননি। যারই প্রতিফলন ঘটেছে রবিবারের বাজারে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে এক হাজার ১৩৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৩২ কোটি ৪৫ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ২৬৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ২৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১১৭ পয়েন্ট কমে ৫ হাজার ৫০০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৭৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৩ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বে´িমকো, এসিআই, ইসলামী ব্যাংক, আরএসআরএম স্টিল, একমি ল্যাবরেটরিজ, লঙ্কা বাংলা ফাইনান্স, যমুনা ওয়েল, আরএকে সিরামিক, সাইফ পাওয়ার টেক ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো : আনালিমা ইয়ার্ন, গোল্ডেন হার্ভেস্ট, এ্যাপেক্স ফুডস, হাক্কানী পাল্প, মুন্নু সিরামিক, ডরিন পাওয়ার, প্রিমিয়ার সিমেন্ট, কেডিএস এক্সেসরিজ, এ্যাপেক্স ট্যানারি ও ফরচুন সুজ। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : শাইনপুকুর সিরামিক, আজিজ পাইপস, বে´িমকো সিনথেটিকস, পিপলস লিজিং, সাভার রিফ্যাক্টরীজ, আইসিবি ইসলামী ব্যাংক, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, প্রাইম ফাইনান্স মিউচুয়াল ফান্ড, বে´িমকো ও ফার্স্ট ফাইনান্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৬৮ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৭৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ২১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির।
×