ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সমঝোতার চেষ্টায় মওদুদ!

সরকারকে জাতিসংঘের দেয়া চিঠি ফলপ্রসূ হবে না ॥ ফখরুল

প্রকাশিত: ০৮:৪৮, ২৯ জানুয়ারি ২০১৭

সরকারকে জাতিসংঘের দেয়া চিঠি ফলপ্রসূ হবে না ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে দেয়া জাতিসংঘের চিঠি ফলপ্রসূ হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে যুবদলের নতুন কমিটির নেতাদের নিয়ে শেরেবাংলানগরে প্রয়াত জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সঙ্কট নিরসনে প্রয়োজনে সংলাপের জন্য আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার চেষ্টা করব। এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, দেশে নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্য জাতিসংঘ সরকারকে চিঠি দিয়েছে। অতীতেও তারা চিঠি দিয়েছিল। কিন্তু সেই উদ্যোগ ব্যর্থ হয়ছে। তবে এবার জাতিসংঘ ও ঢাকায় নিযুক্ত কয়েকটি দেশের কূটনীতিকরা যদি সার্চ কমিটি গঠনের আগে উদ্যোগ নিত তাহলে কার্যকর ও ফলপ্রসূ হতে পারত। এখন কতটা ফলপ্রসূ হবে সে বিষয়ে আগাম কিছুই বলতে চাই না। এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপি আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ফজলুল হক মিলন, মীর নেওয়াজ আলী নেওয়াজ, সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। নিরপেক্ষ ইসি গঠনে আমি এখনও আশাবাদী-মওদুদ ॥ নতুন নির্বাচন কমিশন নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে গঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন ব্যারিস্টার মওদুদ। তিনি বলেন, আমি এখনও আশাবাদি, এই সার্চ কমিটি এমন নিরপেক্ষ ব্যক্তিদের নাম সুপারিশ করবেন, যারা কোন বিশেষ দলের কাজে নিয়োজিত ছিলেন না এবং এখনও সরকারী কোন সুযোগ-সুবিধা ভোগ করেন না। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, এনপিপির চেয়ারম্যান এ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ। আজ থানায় থানায় বিক্ষোভ করবে মহানগর বিএনপি ॥ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে আজ রবিবার ঢাকা মহানগর বিএনপির মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচী পালন করবে। ছাত্রদলের বিক্ষোভ মিছিল ॥ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। শনিবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় স্বল্প সময়ের জন্য বিক্ষোভ করেন তারা। স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া, বাংলানিউজ ॥ স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া। নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির প্রথম বৈঠকের পর সব রাজনৈতিক দলকে নাম প্রস্তাবের আহ্বানের পর এই বৈঠক ডাকলেন বিএনপি চেয়ারপার্সন। আগামী ৩১ জানুয়ারি বেলা ১১টার মধ্যে সার্চ কমিটির কাছে পাঁচ জনের নাম প্রস্তাব করতে হবে। সংশ্লিষ্ট সূত্রমতে, প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নামের তালিকা চূড়ান্ত করার বিষয়টি স্থায়ী কমিটির বৈঠকে ঠিক করবেন খালেদা জিয়া। এ ছাড়া চলমান রাজনৈতিক সঙ্কট ও পরিস্থিতিতে বিএনপির করণীয় কী সে বিষয়টিও স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হবে।
×