ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সার্চ কমিটি প্রশ্নে বিএনপির সমালোচনায় মেনন

প্রকাশিত: ০৮:৩৮, ২৯ জানুয়ারি ২০১৭

সার্চ কমিটি প্রশ্নে বিএনপির সমালোচনায় মেনন

স্টাফ রিপোর্টার ॥ আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি সার্চ কমিটি নিয়ে এত কথা বলছে। তারা জানে নির্বাচনে হেরে যাবে। তাই হারার আগাম অজুহাত তৈরি করে রাখছে। শনিবার শহীদ আসাদ মিলনায়তনে ঢাকা মহানগর কমিটির সভায় পার্টি সভাপতি রাশেদ খান মেনন একথা বলেন। এ সময় দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মেনন রাষ্ট্রপতির সঙ্গে কূটনীতিকদের সাক্ষাত চাওয়ার প্রশ্নে বিস্ময় প্রকাশ করে বলেন, তাদের দেশের নির্বাচন সম্পর্কে বাইরের কোন হস্তক্ষেপ তারা যে গ্রহণ করে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে রাশিয়ার কথিত হস্তক্ষেপ সম্পর্কে বিতর্ক তার প্রমাণ। আর বাংলাদেশ এমন জায়গায় দাঁড়িয়ে নেই যে অভ্যন্তরীণ ব্যাপারে অন্যের অন্যায় হস্তক্ষেপ মেনে নেবে। ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে সভায় পুনর্বাসনের কোন ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদের নিন্দা করেন এবং এ ব্যাপারে হকারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিকল্প ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
×