ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাধীনতাবিরোধীদের সঙ্গে যাদের ঐক্য তারা জাতীয়তাবাদী দল হতে পারে না ॥ এরশাদ

প্রকাশিত: ০৮:৩৬, ২৯ জানুয়ারি ২০১৭

স্বাধীনতাবিরোধীদের সঙ্গে যাদের ঐক্য তারা জাতীয়তাবাদী দল হতে পারে না ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপিও অংশগ্রহণ করবে। বিএনপি আগের অবস্থানে নেই। নানাবিধ কারণে তারা আজ দুর্বল হয়ে পড়েছে। আমরা আশাবাদী আগামী নির্বাচন গতবাবের মতো হবে না। আগামী নির্বাচনে মানুষ জাতীয় পার্টিকেই ভোট দেবে। কেননা জাপার একটি স্বর্ণোজ্জ্বল অতীত রয়েছে। আমরা দেশের উন্নয়নে যে কাজ করেছি তা অন্য কোন সরকার করতে পারেনি। শনিবার বনানী কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমানের নেতৃত্বে বাগেরহাটের চার শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, কেন এই যোগদান? আগামী নির্বাচনে জাতীয় পার্টি ছাড়া বিকল্প কোন রাজনৈতিক দল নাই। জাপাই প্রকৃত জাতীয়তাবাদী শক্তি। স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যাদের ঐক্য তারা জাতীয়তাবাদী দল হতে পারে না। ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জি এম কাদের ও সুনীল শুভ রায়। এরশাদ আরও বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমরা ক্ষমতায় আসব। বিএনপি আমলে আমাকে নির্বাচন করতে দেয়া হয়নি। নির্বাচন করতে পারলে আমরা ক্ষমতায় আসতাম। নতুন ইসি গঠনে রাষ্ট্রপতিকে সহায়তার লক্ষ্যে গঠিত সার্চ কমিটির বিষয়ে এরশাদ বলেন, আশা করি রাষ্ট্রপতি একটি গ্রহণযোগ্য সার্চ কমিটি গঠন করেছেন। এবং তাদের অধীনে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন কমিশন গঠন হবে। এখন পরিবর্তনের পালা। আমরা নির্বাচনমুখী রাজনৈতিক পার্টি, যেকোন নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু, হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন, মেজর খালেদ আকতার (অব), ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, এ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু, যুগ্ম-মহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক প্রমুখ। এরশাদ বলেন, জাতীয় পাটি সমৃদ্ধ হচ্ছে। আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিব এটা আমার প্রতিশ্রুতি। তাই বিভিন্ন দলের অনেক নেতাই আমাদের দলে যোগদান করে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করছে। সাবেক এই রাষ্ট্রপতি জাপায় যোগদানকারী মুশফিকুর রহমানকে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করে বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আমরা জেলে থেকেও নির্বাচন বয়কট করিনি।
×