ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রফেসর আনিসুজ্জামান অসুস্থ, হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ০৮:২২, ২৯ জানুয়ারি ২০১৭

প্রফেসর আনিসুজ্জামান অসুস্থ, হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার ॥ ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামান ফুসফুসে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি ফুসফুস সংক্রমণে ভুগছেন। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশিস কুমার চক্রবর্তী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ডাঃ আশিস জানান, গত শুক্রবার রাতে শারীরিক অসুস্থতাজনিত কারণে ড. আনিসুজ্জামানকে হাসপাতালে ভর্তি করান তার স্বজনরা। এ সময় ফুসফুসে সংক্রমণের কারণে তিনি বমি করছিলেন এবং খেতে পারছিলেন না। তবে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তিনি এখন আগের চেয়ে সুস্থ রয়েছেন। ড. আনিসুজ্জামান হাসপাতালের চীফ কার্ডিওলোজিস্ট অধ্যাপক খন্দকার কামরুল ইসলামের অধীনে চিকিৎসাধীন। তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, ড. আনিসুজ্জামানের হার্টে পাম্প ক্ষমতা কমে গেছে। এছাড়াও ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যাও রয়েছে তার। তার ইলেক্ট্রোলাইটেও সমস্যা রয়েছে। দুটো রিং পরানো থাকায় তার চিকিৎসার ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তিনি আরও বলেন, তার চিকিৎসায় এরই মধ্যে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার রাতে তার এমআরআই ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করার কথা। এসব পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে আবারও নতুন করে মেডিক্যাল বোর্ড গঠন করে তার চিকিৎসা করা হবে।
×