ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৬:৪৪, ২৯ জানুয়ারি ২০১৭

বিসিএস কর্নার

১. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার নেই? ক. তাকে বলতে দাও খ. তুমি বল, আমি শুনি গ. আমরা বাঁচতে চাই ঘ. সে দেখতে লাগলো ২. কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? ক. খ, ঝ খ. ক, খ গ. ত, দ ঘ. চ, জ ৩. ‘অর্বাচীন’-এর বিপরীত শব্দ কোনটি? ক. নবীন খ. প্রবীণ গ. প্রাচীন ঘ. অচেনা ৪. ‘বনস্পতি’-এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি? ক. বন+পতিঃ খ. বন+স্পতি গ. বনঃ+পতি ঘ. বন+পতি ৫. ‘ক্ষুধিত পাষাণ’ কোন সমাস? ক. বহুব্রীহি খ. কর্মধারয় গ. তৎপুরুষ ঘ. দ্বন্দ্ব ৬. কোনটি উপসর্গ নয়? ক. প্র খ. পরা গ. পরি ঘ. আমি ৭. কোনটি শুদ্ধ বানান? ক. সন্ন্যাসী খ. সন্যাসী গ. সন্যাসি ঘ. স্বন্যাসী ৮. কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত? ক. মাথা ঝিমঝিম করছে খ. তোমার পরিশ্রমের ফল ফলেছে গ. মা শিশুটিকে হাসান ঘ. শিশুটি কাঁদে ৯. ‘অন্যপুষ্ট’ কোন পাখিকে বলা হয়? ক. কাক খ. কোকিল গ. কবুতর ঘ. ময়না ১০. ঘোষ ধ্বনি নয়Ñ ক. গ খ. ঘ গ. ঝ ঘ. শ ১১. অর্ধচন্দ্র’ কোন সমাস? ক. বহুব্রীহি খ. দ্বন্দ্ব গ. তৎপুরুষ ঘ. কর্মধারয় ১২. ‘ভ্রমর’ অর্থে কোনটি শুদ্ধ নয়? ক. মধুলেহ খ. ভোমরা গ. মৌমাছি ঘ. মধুময় উত্তর : ১.খ ২. ক ৩. গ ৪. ঘ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. খ ১০. ঘ ১১. ক ১২. ঘ
×