ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিইউপিতে সেমিনার

প্রকাশিত: ০৬:৩৪, ২৯ জানুয়ারি ২০১৭

বিইউপিতে সেমিনার

সম্প্রতি মিরপুর সেনানিবাসের বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে “ঞজঅটগঅ ঈঅটঝঊউ ইণ ঞঊজজঙজওঝগ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক, বিশেষ অতিথি ছিলেন আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ ফশিউর রহমান, এনডিসি এবং বিইউপির ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মোঃ সালাহ্ উদ্দিন মিয়াজী, আরসিডিএস, পিএসসি। এছাড়া প্রবন্ধ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাফি আহমেদ, পিএইচডি, এফআরসিএস, রয়েল কলেজ অব সার্জনস অব ইংল্যান্ড এবং প্রফেসর ড. রাকিবুল আনোয়ার, প্রেসিডেন্ট ও সিইও, রাহেটিড। বিইউপির ফ্যাকাল্টি অব সিকিউরিটি এ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের ভারপ্রাপ্ত ডিন লেঃ কর্নেল মোঃ রবিউল আলম, আর্টিলারি (অব) এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত সেমিনারে সঞ্চালকের দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল্লাহ শাহনেওয়াজ। অনুষ্ঠানে বক্তারা সন্ত্রাসবাদের বিভিন্ন দিক এবং সন্ত্রাসী কর্মকা-ের নেতিবাচক প্রভাব সম্পর্কে বিষদভাবে আলোচনা করেন। বক্তারা বলেন, সন্ত্রাসী কর্মকা-ের ফলে শুধু শারীরিকভাবেই মানুষ ক্ষতিগ্রস্ত হয় না বরং মানসিকভাবেও এক সুদূরপ্রসারী প্রভাব ফেলে। অনুষ্ঠানে বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও, বিইউপির উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিইউপির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
×