ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউআইটিএসের নবীনবরণ

জ্ঞানের পরিধিকে বিচিত্রমুখী করার পরামর্শ সংস্কৃতিমন্ত্রীর

প্রকাশিত: ০৬:২৯, ২৯ জানুয়ারি ২০১৭

জ্ঞানের পরিধিকে বিচিত্রমুখী করার পরামর্শ সংস্কৃতিমন্ত্রীর

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) উৎসবমুখর বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি নবীনদের উদ্দেশে শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের জ্ঞানের পরিধিকে বিচিত্রমুখী করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, শুধু তথ্য সংগ্রহ নয়, সত্যিকারের জ্ঞান অর্জন করা প্রয়োজন। তিনি বলেন অভিভাবকদের দায়িত্ব হচ্ছে তাদের সন্তানদের ভেতরের শক্তিকে আবিষ্কার করতে সাহায্য করা। তিনি আরও বলেন, আত্মকেন্দ্রিকতা মানুষকে ধ্বংসাত্মক লক্ষ্যে ধাবিত করে। ধর্মের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করলেই তা মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে। তিনি পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের বাগ্মিতা এবং ধর্মীয় চেতনা ও উদারতার ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও বলেন, শিক্ষা ক্ষেত্রে মানের যে বৈষম্য তৈরি হয়েছে তা থেকে পরিত্রাণ পেতে হবে। শিক্ষাগত অর্জন দিয়ে একজন মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় না বরং তার অন্তর্নিহিত শক্তিকে উপলব্ধি করার মধ্য দিয়েই একজন মানুষ তার জীবনের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারবেন। বৃহস্পতিবার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনের গ্র্যান্ড অডিটোরিয়ামে ইউআইটিএসের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সমস্ত কথা তিনি বলেন। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউনিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নূর আলী, বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আইওয়ান ইউরানাতা আতমাদজা। প্রধান আলোচক ছিলেন ইউআইটিএসের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের সম্মানীত চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি পিএইচপি পরিবারের চেয়ারম্যান আলহাজ সুফী মোহাম্মদ মিজানুর রহমান। -বিজ্ঞপ্তি তেলের কড়াই উল্টে দিয়ে বিক্রেতার মুখ ঝলসে দিল সন্ত্রাসী পিঠা দিতে দেরি স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় শুক্রবার রাতে শহরতলির মালগাম এলাকায় পিঠা দিতে দেরি হওয়ায় এলাকার সন্ত্রাসী শরিফ উদ্দিন রতন নারী পিঠা বিক্রেতা রেজিয়া খাতুনের (৫০) তেলের উত্তপ্ত কড়াই উল্টে দিয়ে মুখম-ল ও শরীরের কিছু অংশ ঝলসে দিয়েছে। রেজিয়াকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে শনিবার সকালে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকার দিন মজুর আবুল কাশেমের স্ত্রী রেজিয়া খাতুন রাস্তার ধারে পিঠা বানিয়ে বিক্রি করতো। সন্ধ্যার পর সন্ত্রাসী রতন তার কাছে পিঠা চায়। ভাজতে দেরি হচ্ছে এমন কথা বলার সঙ্গে সঙ্গেই রতন উনুনের উত্তপ্ত কড়াইয়ে লাথি দিলে তা রক্ষার চেষ্টা করার সঙ্গেই রেজিয়ার মুখমন্ডল ও শরীরের একাংশ ঝলসে যায়।
×