ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বারডেমের ন্যাশনাল হেলথ কেয়ারের সঙ্গে হামদর্দ ভার্সিটির চুক্তি

প্রকাশিত: ০৬:২৮, ২৯ জানুয়ারি ২০১৭

বারডেমের ন্যাশনাল হেলথ কেয়ারের সঙ্গে হামদর্দ ভার্সিটির চুক্তি

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইউনানী ও আয়ুর্বেদিক মেডিসিন অনুষদের বি.ইউ.এম.এস (ব্যাচেলর অব ইউনানী মেডিসিন এ্যান্ড সার্জারি) ও বি.এ.এম.এস (ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন এ্যান্ড সার্জারি) উত্তীর্ণ শিক্ষার্থীদের ১ বছর মেয়াদী ইন্টার্নশিপ সম্পন্ন করার জন্য মিরপুরে অবস্থিত বারডেমের ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্কের সঙ্গে সম্প্রতি হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে ডায়াবেটিক এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ এ, কে, আজাদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং হামদর্দের চীফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুল মান্নান, ডায়াবেটিক এ্যাসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল এম সায়েফ উদ্দিন এবং ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা ডাঃ এম. এ সামাদ। চুক্তিপত্রে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রেজিস্ট্রার মোঃ লুৎফুর রহমান এবং ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা ডাঃ এম এ সামাদ। -বিজ্ঞপ্তি হরতালে পুলিশী হামলার প্রতিবাদে সোমবার ঢাকায় বিক্ষোভ কর্মসূচী বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটির হরতালে পুলিশী হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার ঢাকায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট ও সারাদেশে বিক্ষোভ কর্মসূচী আহ্বান করেছে প্রগতিশীল ছাত্র জোট। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে জোট নেতৃবৃন্দ এ কর্মসূচীর ঘোষণা দেন। ছাত্র জোটের সমন্বয়ক ইকবাল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, ছাত্র ইউনিয়নের ঢাবি শাখা সভাপতি তুহিন কান্তি দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স প্রমুখ। প্রকাশিত হলো ড. হারুন-অর রশিদের নতুন বই বইমেলা শুরুর মাত্র ক’দিন আগে সম্প্রতি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর রশিদ রচিত রাজনীতি বিষয়ক গ্রন্থ ‘মুক্তধারার রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ কাউন্সিল ১৯৪৯-২০১৬’। ৫১৯ পৃষ্ঠার এই বইতে মোট ২৩টি অধ্যায় রয়েছে। এর প্রতিটি অধ্যায়ে উপশিরোনাম দিয়ে আলাদা-আলাদাভাবে বিশ্লেষণ করা হয়েছে বিগত ৬৭ বছরের আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন ঘটনার বিবরণ এবং কাউন্সিলের বর্ণনা। এর মূল্য নির্ধারিত হয়েছে ৪০০ টাকা। -বিজ্ঞপ্তি পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া (বাঁয়ে), সাধারণ সম্পাদক কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম -বিজ্ঞপ্তি
×