ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আদিবাসীদের পরিচয় সমুন্নত রেখেই এগোতে হবে ॥ আরেফিন সিদ্দিক

প্রকাশিত: ০৬:২৮, ২৯ জানুয়ারি ২০১৭

আদিবাসীদের পরিচয় সমুন্নত রেখেই এগোতে হবে ॥ আরেফিন সিদ্দিক

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বাংলাদেশের মুক্তিযুদ্ধে আদিবাসীদের সমান অংশগ্রহণ ছিল উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, মুক্তিযুদ্ধের সময় সকলের অংশগ্রহণে দেশ স্বাধীন হয়েছিল। ত্রিশ লাখ মানুষের রক্ত এ ভূখ-ে প্রবাহিত হয়েছে। ধর্ম, বর্ণ ও জাতিভেদে সে রক্তের কোন আলাদা পরিচয় দেয়া যাবে না। সকল ধর্ম, বর্ণ ও জাতির রক্ত একযোগে প্রবাহিত হয়েছে। তাই আদিবাসীদের পরিচয় সমুন্নত রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় দুই দিনব্যাপী ‘আদিবাসী সাংস্কৃতিক উৎসব-২০১৭’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘বৈচিত্র্য-বহুত্বের ঐকতানে, এসো মিলি সর্বপ্রাণে’- এ সেøাগানে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রংয়ের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেনÑ ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাদল) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, বিএনপিএস নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা, মানবাধিকারকর্মী কামরুল হাসান খান প্রমুখ। এর আগে সকাল ১০টায় আদিবাসী ও বাঙালী বিশিষ্ট চিত্রশিল্পী সমন্বয়ে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এর পর বেলা ১১টায় আদিবাসী ও বাঙালীরা মেতে ওঠেন আড্ডায়। এ সময় তারা নিজস্ব সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্য নিয়ে কথা বলেন। বিকেল ৫টায় আদিবাসী ও বাঙালী শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। এতে মাদল প্রতিবাদী গান, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গণসঙ্গীত, সার্জম বাহা সাংস্কৃতিক দল সাঁওতালী নাচ পরিবেশন করে। সঙ্গীত পরিবেশন শেষে আদিবাসীদের সংস্কৃতি ও জীবনধারা নিয়ে আলোচনাপর্ব অনুষ্ঠিত হয়। আরেফিন সিদ্দিক বলেন, আদিবাসীরা এই মাটিরই সন্তান। এ দেশের ভাল-মন্দ সবকিছুই তাদের স্পর্শ করে। এ দেশের মুক্তিযুদ্ধেও আদিবাসীরা অংশ নিয়ে জীবন দিয়েছে। বৈচিত্র্য-বহুত্বের ঐকতানে, এসো মিলি সর্বপ্রাণে’- এটি শুধু প্রতিপাদ্যই নয়, এটি আমাদের জীবনের অংশ। সেই আদর্শকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। অধিকারের জন্য আদিবাসীরা অসহযোগ আন্দোলন করে যাচ্ছে উল্লেখ করে পঙ্কজ ভট্টাচার্য বলেন, আমরা আদিবাসীদের পারলে জাদুঘরে রাখি কিন্তু তাদের অধিকার থেকে বঞ্চিত করছি। আদিবাসীরা অতীতে অনেক বিদ্রোহ করেছে এবং বর্তমানেও বিদ্রোহ করে যাচ্ছে। অধিকারের জন্য তারা আন্দোলন করছে। আদিবাসীদের নাচ, গান তাদের ঐক্যবদ্ধ করে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে হারিয়ে যাচ্ছে। অসাম্প্রদায়িক চেতনা মুছে যাচ্ছে। সাম্প্রদায়িকতা ছিন্নভিন্ন করতে ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে সংগ্রাম করতে হবে। কামরুল হাসান খান বলেন, আদিবাসীদের স্বায়ত্তশাসন নেই। সংসদে নারীদের জন্য আসন সংরক্ষণ থাকলেও আদিবাসী নারীদের জন্য কোন আসন নেই। আদিবাসীদের বৈচিত্র্যময় সংস্কৃতিকে ধারণ করে এগিয়ে যেতে হবে।
×