ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হজে প্রতারণা ও অনিয়ম

৮৪ এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

প্রকাশিত: ০৬:২৭, ২৯ জানুয়ারি ২০১৭

৮৪ এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বিশেষ প্রতিনিধি ॥ গত বছর (২০১৬ সালে) হজে প্রতারণা, অনিয়ম ও অব্যবস্থাপনার জন্য ৮৪টি এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সরকার। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে হজ এজেন্সির লাইসেন্স বাতিল, লাইসেন্স স্থগিত, জামানত বাজেয়াপ্ত ছাড়াও কোন কোন এজেন্সিকে এক কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। অন্যদিকে, কোন কোন এজেন্সিকে সতর্ক করা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এজেন্সিগুলোকে শাস্তি দিয়ে আদেশ জারি করা হয়েছে। হজের সময় সৌদি আরব ও বাংলাদেশে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৭টি এজেন্সিকে এবং নিবন্ধন ছাড়াই ৭৫১ ব্যক্তিকে হজে পাঠানোর জন্য ৫৭টি এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। অভিযুক্ত ২১টি হজ এজেন্সিকে সতর্ক করা হয়েছে, বাকি ৮১টি এজেন্সিকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ ব্যাপারে ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, যারা হজে এসব ত্রুটি-বিচ্যুতি, অনিয়ম বা মানুষকে হয়রানি করে, হজ নীতিতে তাদের শাস্তি প্রয়োগের কথা বলা আছে। আমাদের দেশের হজযাত্রী ও সৎ ব্যবসায়ীরা যাতে ক্ষতিপ্রস্ত না হন এজন্য এ শাস্তির ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি আরও বলেছেন, আশা করি, এরকম শাস্তি বহাল থাকলে হজে এজেন্সিগুলোর অপরাধের প্রবণতা ধীরে ধীরে কমে যাবে। জরিমানার অর্থ আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারী কোষাগারে জমা দিয়ে চালানের মূল কপিসহ ধর্ম মন্ত্রণালয়কে জানাতে সাজাপ্রাপ্ত হজ এজেন্সিগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। লাইসেন্স বাতিলসহ অন্যান্য শাস্তি ৫ এজেন্সির ॥ হজে অনিয়মের জন্য মাওনা ট্রাভেস এ্যান্ড ট্যুরসের জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিল ও এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। ইউনিয়ন ট্রাভেলস লিমিটেডের লাইসেন্স বাতিলসহ ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত হয়েছে সালওয়া ওভারসিজ সার্ভিসেস ও ইমাম ট্রাভেলসের। মুসলিম হজ ট্যুরস এ্যান্ড ট্রাভেলস লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্তের সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্স বাতিল করা হয়েছে মেসার্স শুভ ইন্টারন্যাশনালের। লাইসেন্স স্থগিত ও জরিমানা ১২ এজেন্সির ॥ গাউসে পাক ট্যুরস এ্যান্ড ট্রাভেলস, এ আর ট্রাভেলস, কন্ট্রিনেন্টাল এয়ার ইন্টারন্যাশনাল, হুমায়রা হজ ট্রাভেলস লিমিটেড, মেসার্স ফিজা এয়ার ট্রাভেলস এ্যান্ড ট্যুরস, আর আর ট্রাভেলস, নেট ট্যুরস আরটিএম কমপ্লেক্স, সাজিদ হজ ট্রাভেলস এ্যান্ড ট্যুরস, এয়ার বেস্ট, হাজি হাফেজ ট্রাভেলস এ্যান্ড ট্যুরস। নিবন্ধন ছাড়া হজের পাঠানোর জন্য গালফ ট্রাভেলস, সিকদার হজ এ্যান্ড ওমরাহ ট্রাভেলসের লাইসেন্স স্থগিত করা হয়েছে। জরিমানা ৬৭ এজেন্সির ॥ দোলা ফকির এয়ার সার্ভিস, আজমল ট্রেড ইন্টারন্যাশনাল, জীবন ট্রাভেলস লিমিটেড, কাশেম ট্যুরস এ্যান্ড ট্রাভেলস, এমজে আয়মান ইন্টারন্যাশনাল, সাউথ এশিয়ান ওভারসিজ, সানশাইন এভিয়েশন সার্ভিসেস, সাকিব এভিয়েশন, দি ম্যাক্সিম ট্রাভেলস এজেন্সি, আফনান এভিয়েশন, ইতু ট্রাভেলস ট্যুরস এ্যান্ড হজ খলিফা, জিন্নুরাইন ট্রাভেলস। ইন্টার গালফ ট্রাভেলস লিমিটেড, মহিম ওভারসিজ লিমিটেড, প্যান ব্রাইট ট্রাভেলস (প্রা.) লিমিটেড, হলিউড ট্যুরস এ্যান্ড ট্রাভেলস, ফারহান এভিয়েশন সার্ভিসেস, আর আর ট্রাভেলস লিমিটেড, টপমোস্ট ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, এ্যালাইড ট্রাভেলস, কুমিল্লা ট্রাভেলস, সিল্কওয়েস ট্রাভেলস লিমিটেড, গাউসিয়া ট্রাভেলস এ্যান্ড ট্যুরস, আল নূর এয়ার সার্ভিস, বন্ধু এয়ার ইন্টারন্যাশনাল, এলিগ্যান্ট এভিয়েশন লিমিটেড, সাকিব এভিয়েশন। রাশা-সারা ওভারসিস লিমিটেড, স্টার ট্যুরস এ্যান্ড ট্রাভেলস, গাউসে পাক ট্যুরস এ্যান্ড ট্রাভেলস, ফারুক ট্রাভেলস এ্যান্ড ট্যুরস, খাজা এয়ার লাইনার, জীবন ট্রাভেলস লিমিটেড, মেসার্স মতিয়া ট্রাভেলস, সবুজ বাংলা ইন্টারন্যাশনাল, আববার ট্যুরস এ্যান্ড ট্রাভেলস, আল-মানাহ ওভারসিজ, আল জুবায়ের ট্রাভেলস এজেন্সি, আল কুদ্দুস ইন্টারন্যাশনাল, আরব বাংলা ওভারসিজ। বাংলাদেশ ডায়মন্ড হজ গ্রুপ, ইমন ট্রাভেলস এ্যান্ড ট্যুরস, এফএম ট্যুরস এ্যান্ড ট্রাভেলস, গ্রামবাংলা ট্যুরস এ্যান্ড ট্রাভেলস লিমিটেড, হামজা ট্যুরস এ্যান্ড ট্রাভেলস, জাবালে নূর ইন্টারন্যাশনাল, কাশেম ট্যুরস এ্যান্ড ট্রাভেলস, খানজাহান আলী হজ ট্যুরস এ্যান্ড ট্রাভেলস, এমএমআর এভিয়েশন, মদিনা স্টার ট্যুরস এ্যান্ড ট্রাভেলস, মোজাদ্দাদীয় হজ ট্রাভেলস এ্যান্ড ট্যুরস, নর্থ-ওয়েস্ট ট্রাভেলস, নূরানী ট্যুরস এ্যান্ড ট্রাভেলস, কিবলা ইন্টারন্যাশনাল ট্রাভেলস, এমএম ট্রাভেলস ইন্টারন্যাশনাল, এসএন ট্রাভেলস এ্যান্ড ট্যুরস, সাদ আসওয়া ট্রাভেলস এ্যান্ড ট্যুরস। সালামত হজ ট্রাভেলস এ্যান্ড ট্যুরস, সোলাইমান ট্রাভেলস এ্যান্ড ট্যুরস, সানসাইন ট্রাভেলস এ্যান্ড ট্যুরস, স্বদেশ এভিয়েশন, দ্য ম্যাক্সিম ট্রাভেলস এজেন্সি এ্যান্ড ট্যুরস, খান ট্রাভেলস সার্ভিসেস, মামুন এয়ার ট্রাভেলস, কেজি প্রগতি এয়ার সার্ভিস, বিসমিল্লাহ ওভারসিজ এ্যান্ড হজ সার্ভিস ও আল আকসা ট্রাভেলস।
×