ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এগিয়ে আনা হলো ডুমস্ডে ক্লকের কাঁটা

প্রকাশিত: ০৫:৫৮, ২৯ জানুয়ারি ২০১৭

এগিয়ে আনা হলো ডুমস্ডে ক্লকের কাঁটা

মধ্যরাতের আরও কাছে পৌঁছে গেল ডুমস্ডে ক্লকের কাঁটা। ধ্বংসের থেকে মাত্র আড়াই মিনিট দূরে পৃথিবী। ধ্বংস ঘড়ির কাঁটা এখন রাত ১১টা ৫৭ মিনিট ৩০ সেকেন্ডে। ক্লক প্যানেলিস্টরা জানিয়েছেন, ঘড়ির কাঁটা আর ২ মিনিট ৩০ সেকেন্ড এগোলেই সম্পূর্ণ সভ্যতা মুছে যাবে। গত ৫৭ বছরের মধ্যে এ বছরই ডুমস্ডে ক্লকের কাঁটা ধ্বংসের ক্ষণের এত কাছে পৌঁছল। এর জন্য সবচেয়ে বেশি দায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছে বুলেটিন অব এ্যাটমিক সায়েন্টিস্টস। ডুমস্ডে ক্লক একটি প্রতীকী ঘড়ি। আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে বুলেটিন অব এ্যাটমিক সায়েন্টিস্টসের দফতরের দেয়ালে এটি ঝোলানো আছে। বিশ্বে ঘনিয়ে ওঠা নানা বিপদের মাত্রা অনুযায়ী চলাফেরা করে ডুমস্ডে ক্লকের কাঁটা। এ ঘড়িতে রাত ১২টা বাজার অর্থ হলো পৃথিবীর ধ্বংস। বৃহস্পতিবার পরমাণু বিজ্ঞানীদের তরফে জানানো হলো, ডুমস্ডে ক্লকের কাঁটা এখন রাত ১১টা বেজে ৫৭ মিনিট ৩০ সেকেন্ডে অবস্থান করছে। ১৮ জন নোবেলজয়ীকে নিয়ে গঠিত বুলেটিন অব এ্যাটমিক সায়েন্টিস্টসের ক্লক প্যানেল। এ প্যানেলই নির্ধারণ করে ডুমস্ডে ক্লকের কাঁটা ঠিক কোথায় থাকবে। ১৯৪৭ সাল থেকেই এ প্রথা চলে আসছে। ১৯৫৩ সালে ঘড়ির কাঁটা মধ্যরাতের সবচেয়ে কাছাকাছি পৌঁছে গিয়েছিল ১১টা ৫৮ মিনিটে। সে বছর সোভিয়েত রাশিয়া হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায়। আমেরিকা তার পাল্টা থার্মোনিউক্লিয়ার বোমার বিস্ফোরণ ঘটায়। -আনন্দবাজার পত্রিকা
×