ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দক্ষিণ মেরুর গভীরে এলিয়েনদের জাহাজ

প্রকাশিত: ০৫:৫৮, ২৯ জানুয়ারি ২০১৭

দক্ষিণ মেরুর গভীরে এলিয়েনদের জাহাজ

দক্ষিণ মেরুর বরফ সাম্রাজ্যের ওপর কি এলিয়েনদের নজর পড়েছিল? সেখানে কি সুদূর অতীতে এলিয়েনরা কোন সভ্যতা গড়েছিল? গুগল আর্থ স্যাটেলাইট ইমেজের তোলা ছবি দেখিয়ে এমনটাই দাবি করলেন একদল বিজ্ঞানী। তারা মূলত কনস্পিরেসি থিয়োরিস্ট। তাদের দলটির নাম ‘সিকিওর টিম’। তাদের আরও একটি দল রয়েছে, যাদের নাম ইউএফও এ্যান্ড কনস্পিরেসি থিয়োরি ফোরাম। তাদের দাবি, এ্যান্টার্কটিকার বরফ সাম্রাজ্যের গভীরতর স্তরে খোঁজ মিলেছে এলিয়েনদের। গুগল আর্থ স্যাটেলাইট ইমেজের তোলা ছবি দেখিয়ে তাদের দাবি, এক সময় এ্যান্টার্কটিকার ওই বরফ সাম্রাজ্যে তাদের নগর সভ্যতা ছিল। যারা ভিনগ্রহীদের অস্তিত্বে বিশ্বাস করেন আর ভিনগ্রহীদের ‘হদিস পেয়েও’ নাসা ও ইউরোপিয়ান এজেন্সির মতো মহাকাশ গবেষণা সংস্থাগুলো ‘সবকিছু ধামাচাপা দেয়ার চেষ্টা করছে’ বলে বহুদিন ধরেই বলে আসছেন, তাদেরই বলা হয় ‘কনস্পিরেসি থিয়োরিস্ট’। তাদের দাবির সমর্থনে ‘কনস্পিরেসি থিয়োরিস্ট’রা আনন্দবাজারের এ প্রতিবেদককে আমেরিকার ওহায়ো থেকে টেলিফোনে তাদের মতামত তো জানিয়েছেনই, সঙ্গে ই-মেইলে পাঠিয়েছেন বেশ কয়েকটি ছবি ও ভিডিও, যা দিয়ে তারা তাদের বক্তব্যকে সমর্থনের চেষ্টা করেছেন। সম্প্রতি অনলাইনে প্রকাশ করা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কনফিডেনশিয়াল ফাইলেও ভিনগ্রহীদের মহাকাশযান বা ইউএফও নিয়ে প্রচুর উল্লেখ রয়েছে। তারা বলছেন, প্রযুক্তি প্রকৌশলের নিরিখে এলিয়েনদের সেই সভ্যতা ছিল অনেক অনেক উন্নত। কতটা উন্নত ছিল তার সেরা প্রমাণ ভিনগ্রহীদের ওই জাহাজটি। -ওয়েবসাইট
×