ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ রাজশাহী ও নাটোর সফরে যাচ্ছেন শ্রিংলা

প্রকাশিত: ০৫:৫৮, ২৯ জানুয়ারি ২০১৭

আজ রাজশাহী ও নাটোর সফরে যাচ্ছেন শ্রিংলা

কূটনৈতিক রিপোর্টার ॥ ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা আজ রবিবার দুইদিনের সফরে রাজশাহী ও নাটোর সফরে যাচ্ছেন। রবিবার রাজশাহীর নগর ভবনে ‘রাজশাহী মহানগরের টেকসই উন্নয়ন’- শীর্ষক এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শনিবার ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ভারতীয় হাইকমিশনার রাজশাহীর নগর ভবনে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সমঝোতা স্মারক সই করবেন। রাজশাহী মহানগরের টেকসই উন্নয়ন-শীর্ষক এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৯৫ লাখ টাকা। সমঝোতা স্মারক সই শেষে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হাইকমিশনারকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে। একই দিনে হাইকমিশনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। সেখানে তিনি শিক্ষা বিনিময় নিয়ে আলোচনা করবেন। সন্ধ্যায় রাজশাহী চেম্বার অব কর্মাস নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন হাইকমিশনার। সোমবার ভারতীয় হাইকমিশনার সারদার জাতীয় পুলিশ একাডেমিতে যাবেন। সেখানে ভারতের অর্থায়নে নির্মিত বাংলাদেশ-ভারত মৈত্রী ভবনে আইটি সেন্টার পরিদর্শন করবেন হর্ষ বর্ধন শ্রিংলা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী এই ভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছিলেন। এই ভবন নির্মাণে ভারত সরকার ১০ কোটি ৮৫ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছে। একই দিন ভারতীয় হাইকমিশনার নাটোরের জয় কালিবাড়ী মন্দিরের সংস্কার কার্যক্রম পরিদর্শন করবেন। এই মন্দির সংস্কারে ভারত সরকার ৯৭ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছে। এছাড়াও ভারতীয় হাইকমিশনার রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশন অফিস পরিদর্শন করবেন।
×