ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাইকে মেম্বারের নাম না বলায় শিক্ষক লাঞ্ছিত

প্রকাশিত: ০৫:৫৭, ২৯ জানুয়ারি ২০১৭

মাইকে মেম্বারের নাম  না বলায় শিক্ষক  লাঞ্ছিত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে মেম্বারের নাম মাইকে প্রচার না করায় এক শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে। জেলা বিএনপির বহিষ্কৃত ও বিতর্কিত অর্থ সম্পাদক এসএম শাহ আলমের হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় শিক্ষার্থীরা কক্সবাজার-সোনার পাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। শনিবার দুপুরে উখিয়ার সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠানে হঠাৎ করে স্থানীয় ইউপি সদস্য মোঃ রফিক, আনোয়ারা বেগম ও নাজিম উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত হন। স্কুলের সহকারী শিক্ষক ও অনুষ্ঠান পরিচালনাকারী মকবুল হোসাইন ইউপি সদস্য নাজিম উদ্দিনের নাম মাইকে ঘোষণা না করায় ক্ষুব্ধ হন ওই মেম্বার। অনুষ্ঠানের প্রধান অতিথি এসএম শাহ আলম স্কুল শিক্ষক মকবুল হোসাইনকে প্রকাশ্যে লাঞ্ছিত করে মঞ্চ থেকে নামিয়ে দেয়। ও সময় হৈ চৈ শুরু হয়। খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আরিফুর রহমান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
×