ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়কে চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে নির্দেশ দিলেন ওবায়দুল কাদের

প্রকাশিত: ০৫:৫৭, ২৯ জানুয়ারি ২০১৭

সড়কে চাঁদাবাজি বন্ধে  প্রশাসনকে নির্দেশ দিলেন ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস॥ বগুড়ায় ব্যাটারিচালিত রিক্সা, রিক্সা ভ্যান, অটোরিক্সা থেকে চাঁদা আদায় বন্ধসহ সড়কে চাঁদাবাজি ও জুয়া হাউজি বন্ধে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে তিনি প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন। শনিবার সকালে বগুড়া থেকে গাইবান্ধা যাওয়ার আগে সার্কিট হাউসে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের এই নিদের্শনা দেন। সড়ক ও সেতু মস্ত্রী শুক্রবার বগুড়ায় আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশ শেষে সার্কিট হাউসে রাতযাপন করেন। সকালে জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তাসহ দলীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম, সাংগাঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানসহ অন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ,বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু, মঞ্জুরুল আলম মোহন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হয় এমন কোন কর্মকা-ে সহ্য করা হবে না। দরিদ্র লোকদের রিক্সা অটোরিক্সা থেকে চাঁদা আদায়সহ বগুড়ার সড়কে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের তৎপরতা বন্ধে তিনি পুলিশ ও জেলা প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন জুয়া হাউজি বন্ধে সব ধরনের ব্যবস্থা নিতে হবে। এসব তৎপরতার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এব্যপারে বগুড়ার জেলা প্রশাসক আশরাফ উদ্দিন জানান, এসব বিষয়ে সরকারের কঠোর অবস্থান জানিয়ে মন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
×