ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুই সাংবাদিকের ওপর পুলিশী হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৫৭, ২৯ জানুয়ারি ২০১৭

দুই সাংবাদিকের ওপর পুলিশী হামলার প্রতিবাদে মানববন্ধন

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালে দুই সাংবাদিকের ওপর পুলিশী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। শনিবার বেলা ১১টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বক্তব্য প্রত্যাহারের দাবি জানান, বিএফইউজের (একাংশের) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। তিনি বলেন, এটিএন নিউজের দুই সংবাদকর্মীর ওপর হামলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল যে বক্তব্য দিয়েছেন, তাতে পুলিশ সদস্যরা উসকানি পাবেন। বুলবুল বলেন, গণমাধ্যমকর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বহুবার হামলার শিকার হয়েছেন। কিন্তু বিগত সময়ে কোন সুষ্ঠু বিচার সম্পন্ন হয়নি। সাংবাদিক মুন্নী সাহা সংবাদকর্মী বা অন্যান্য অন্যায়ের বিচারের নামে পুলিশকে সাময়িক বহিষ্কার করা জামাই আদর করার ন্যায় মন্তব্য করে বলেন, রামপালের সংবাদকে পুলিশ ভিন্নপথে পরিচালিত করার জন্যই এই আচরণ করেছে। এসময় তিনি ঘটনার দ্রুত বিচার দাবি করেন। মানববন্ধনে সাংবাদিকরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করে। এতে লেখা ছিলো-‘কলম আর ক্যামেরা কোন বাধা মানেনা’, ‘মুক্ত স্বদেশ, বন্দী সাংবাদিকতা,’ ‘সংবাদের স্বাধীনতা চাই’, ‘কলম আর ক্যামেরা মাথা নত করে না’ ‘তথ্যই মুক্তি’ ইত্যাদি । গত বৃহস্পতিবার জাতীয় কমিটির ডাকা হরতালের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের হামলার শিকার হন বেসরকারী টিভি চ্যানেল এটিএন নিউজের প্রতিবেদক কাজী এহসান বিন দিদার ও ক্যামেরাপার্সন আবদুল আলিম।
×