ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিশু আরিয়ানকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রকাশিত: ০৫:৪৯, ২৯ জানুয়ারি ২০১৭

শিশু আরিয়ানকে বাঁচাতে এগিয়ে আসুন

স্টাফ রিপোর্টার ॥ সোয়া দু’বছরের শিশু আরিয়ান রাসিফের জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। মৃত্যুর সঙ্গে লড়ছে সে। এ বয়সে গুটি গুটি পায়ে হেসে-খেলে বেড়ানোর কথা তার। কিন্তু জটিল রোগে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে আছে সে। বর্তমানে সে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উন্নত চিকিৎসা দেয়া হলে শিশুটি সুস্থ হয়ে উঠবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা। কিন্তু আরিয়ানের স্বল্প বেতনের চাকুরে বাবা মোঃ রাশেদ আলীর পক্ষে এ ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। চিকিৎসার পেছনে ইতোমধ্যে পরিবারটির সহায় সম্বল ফুরিয়ে গেছে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। একমাত্র সন্তানের চিকিৎসা করাতে সমাজের হৃদয়বান ও বিত্তশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা কামনা করেছেন মোঃ রাশেদ আলী। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন শিশুটির পিতার এই মোবাইল নম্বরে -০১৫৩৪৩১২৬৪৮ (বিকাশ)। আর সাহায্য দিন শিশুটির মায়ের এই সঞ্চয়ী হিসাবে সিফাত বিনতে কাশেম, হিসাব নম্বর ০০৮০১২১০০০০২৭৫৮, সাউথইস্ট ব্যাংক, আটি বাজার শাখা, কেরানীগঞ্জ, ঢাকা। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×