ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চাঁদে যাননি আর্মস্ট্রং

প্রকাশিত: ০৫:৪৯, ২৯ জানুয়ারি ২০১৭

চাঁদে যাননি আর্মস্ট্রং

৪৮ বছর আগে গোটা বিশ্বকে শতাব্দীর সবচেয়ে বড় ধাপ্পাটা দিয়েছিল আমেরিকা। ১৯৬৯ সালের ২০ জুলাই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সবাইকে বোকা বানাতে ঘোষণা করেছিল নেইল আর্মস্ট্রং, বাজ অলড্রিনরা চাঁদের মাটিতে নেমেছেন। তা হলে কি ‘অ্যাপোলো-১১’ মহাকাশযানের দুই মহাকাশচারী আর্মস্ট্রং-অলড্রিনের ‘পদচিহ্ন’ আদৌ আঁকা হয়নি চাঁদের বুকে? নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত বিজ্ঞান-প্রযুক্তি উপদেষ্টা বিজ্ঞানী ডেভিড গেলার্নটারই সবার সামনে সোজাসাপটা কথাটা বলে দিলেন। চলতি সপ্তাহে ইয়েল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক গেলার্নটারের বক্তব্যকে উড়িয়ে দেয়া যায় না কারণ তিনি যে নতুন মার্কিন প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন, ‘তিরিশের দশকের মধ্যেই কি আমরা মঙ্গলগ্রহে নভোচারীদের পাঠাতে পারব?’ কালবিলম্ব না করে তিনি জবাব দেন, ‘আমরা এখনও পর্যন্ত চাঁদেই যেতে পারলাম না। তা হলে তিরিশের দশকের মাঝামাঝি মঙ্গলে মানুষ পাঠানো সম্ভব কিভাবে। আমার বলা উচিত কি না জানি না, এ সব ওবামা প্রশাসনের ভাবনা ছিল। খুব হাস্যকর! খুব হাস্যকর।’ এক মাস আগে নিউইয়র্ক সিটি কলেজের থিয়োরেটিক্যাল ফিজিক্সের অধ্যাপক মিশিও কাকুও ১৯৬৯ সালের জুলাইয়ে আর্মস্ট্রং-অলড্রিনের চাঁদে পদার্পণের দাবি উড়িয়ে দিয়েছেন। তিনি বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করে ওই ভিডিওটিকে ডক্টরড বা বানানো বলে অভিহিত করেন। -আনন্দবাজার পত্রিকা
×