ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক সঙ্গে ৮০ কালীপূজা

প্রকাশিত: ০৫:৪৮, ২৯ জানুয়ারি ২০১৭

এক সঙ্গে ৮০ কালীপূজা

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৮ জানুয়ারি ॥ শৈলকুপা উপজেলার মঠবাড়ি মন্দিরে এক সঙ্গে ৮০ কালীপূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ১০টা থেকে শুরু করে শনিবার ভোর পর্যন্ত এ পূজা চলে। ১৪ পুরোহিত পূজা পরিচালনা করেন। পূজা কমিটির সভাপতি প্রতাপচন্দ্র সাহা জানান, পূজা উপলক্ষে বিপুল সংখ্যক ভক্তের আগমন ঘটে, বসে মেলা। প্রায় ১৫ মণ দুধের পায়েস ও ২৫ মণ চালের খিচুড়ি প্রসাদ আগতদের মধ্যে বিতরণ করা হয়। অনেক আগে মঠবাড়িতে কালীমন্দির ছিল। এক সময় মন্দিরটি ধ্বংস হয়ে যায় এবং বন জঙ্গলে ঢাকা পড়ে। পরে দেশ স্বাধীন হওয়ার পর হিন্দু সম্প্রদায়ের মানুষ জঙ্গল পরিষ্কার করে নতুনভাবে পূজা অর্চনা করে আসছেন। প্রতিবন্ধী সমাবেশ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাটের বেতাগায় প্রতিবন্ধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ‘টেকসই ভবিষ্যত গড়ি, ১৭টি লক্ষ্য অর্জন করি’ প্রতিপাদ্যে ইউপি চেয়ারম্যান স্বপন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন এমপি। আরও বক্তব্য দেনÑ চলন্তিকা যুব সোসাইটির চেয়ারম্যান খবিরুজ্জামান, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, অধ্যক্ষ বটুগোপাল দাশ, আ ক ম আসাদউজ্জামান, শিরিনা আক্তার, আবুল কালাম আজাদ, মল্লিক আসলাম আলী, রেজাউল করিম ফকির, খান শামীম জামান পলাশ, কাজী মোঃ মহসিন, শহীদুল ইসলাম প্রমুখ। পরে প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
×