ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে মোটরসাইকেল ছিনতাই

প্রকাশিত: ০৫:৪৬, ২৯ জানুয়ারি ২০১৭

দৌলতপুরে মোটরসাইকেল ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২৮ জানুয়ারি ॥ পায়ে গুলি করে বকুল হোসেন (৪৭) নামে সরকারী দফতরের কর্মচারীর মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে সশস্ত্র ছিনতাইকারী চক্র। শনিবার দুপুর ১টার দিকে বোয়ালিয়া ইউনিয়নের বিল বোয়ালিয়া মাঠের মধ্যে ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। পুলিশ ও গুলিবিদ্ধ বকুল হোসেন জানান, বোয়ালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে দৌলতপুরে যাওয়ার পথে পূর্ব থেকে ওতপেতে থাকা ৫-৬ জন সশস্ত্র ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা বকুল হোসেনকে বেধড়ক মারপিট করে তার বাম পায়ে গুলি করে ব্রিজের নিচে ফেলে দিয়ে মোটরসাইকেলটি ছিনতাই করে নির্বিঘেœœ চলে যায়। পরে পথচারীরা বকুল হোসেনকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া হাসপাতালে প্রেরণ করা হয়। নিজের ফাঁদেই কৃষকের মৃত্যু স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ কচুয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বিলকুল এলাকায় এ ঘটনা ঘটে। বাধাল ইউপি চেয়ারম্যান ওহিদ নকিব জানান, মৃত আঃ জব্বার মোল্লার ছেলে সোবাহান মোল্লা (৪৭) নিজ মৎস্য ঘেরে ইঁদুর মারার জন্য বিদ্যুতের সংযোগ দিয়ে রাখে। মনের কুলে শনিবার দুপুরে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন না করে নিজেই মৎস্য ঘেরের পানিতে নামলে বিদ্যুতায়িত হন।
×