ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে আগুন ॥ হামলা ভাংচুর

প্রকাশিত: ০৫:৪৩, ২৯ জানুয়ারি ২০১৭

রূপগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে আগুন ॥ হামলা ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৮ জানুয়ারি ॥ রূপগঞ্জে অন্যায়ের প্রতিবাদ করার জের ধরে স্থানীয় সন্ত্রাসীরা ইস্রাফিল মিয়া নামে এক যুবলীগ নেতার বাড়িঘরে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালানো হয়। সন্ত্রাসীর বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্কের সৃষ্টি করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, প্রতিবাদ করায় দুই মহিলাকে পিটিয়ে আহত করা হয়। শনিবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের হরিণা এলাকায় ঘটে এ ঘটনা। জানা গেছে, শুক্রবার বিকেলে ইছাখালী এলাকায় ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওই বিক্ষোভ মিছিলে ইস্রাফিল মিয়াসহ স্থানীয় শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে অন্যায়ের প্রতিবাদ করাকে কেন্দ্র করে শনিবার বিকেলে নাওড়া এলাকার সন্ত্রাসী ইউনুছ, দুলাল, আলাউদ্দিন, বিল্লাল, হরিণা এলাকার মান্নান ও মানিক মিয়ার নেতৃত্বে তাদের বাহিনীর দুই শতাধিক সদস্য রামদা, চাপাতি, ছোরাসহ ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ইস্রাফিল মিয়ার বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। একপর্যায়ে দুটি বসতঘরের আসবাবপত্র ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘরে থাকা পরিবারের সদস্যরা বের হয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান। সন্ত্রাসীরা একটি দোকানঘর, মাছের খামারের ঘর ও মুরগির খামারেও আগুন লাগিয়ে দেয়। এ সময় প্রতিবাদ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় ইস্রাফিল মিয়ার স্ত্রী ছোবা বেগম ও মা আম্বিয়া বেগম গুরুতর আহত হন। সন্ত্রাসীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্কের সৃষ্টি করার অভিযোগ করেন এলাকাবাসী। এ সময় এলাকার লোকজন ছোটাছুটি করতে শুরু করে। পরে এলাকার শত শত লোক জড়ো হয়ে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন ক্ষতিগ্রস্ত ইস্রাফিল মিয়াসহ পরিবারের লোকজন। এদিকে, অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
×