ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে ছড়া সম্মেলন ॥ শোভাযাত্রা

প্রকাশিত: ০৫:৪২, ২৯ জানুয়ারি ২০১৭

কিশোরগঞ্জে ছড়া  সম্মেলন ॥  শোভাযাত্রা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৮ জানুয়ারি ॥ ‘আর নয় আর্তনাদÑছড়া রুখবে জঙ্গীবাদ’ এ স্লোগান সামনে রেখে কিশোরগঞ্জে ছড়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস। পরে মিলনায়তনে ছড়া সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলুর সভাপতিত্বে ‘বাংলাদেশে ছড়াচর্চা : সম্ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক গল্পকার ডাঃ দীন মোহাম্মদ, সদর ইউএনও আব্দুল্লাহ আল মাসউদ, রাজনীতিক বাদল রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, শিশু সাহিত্যিক লুৎফর রহমান রিটন, খালেদ বিন জয়েন উদদীন ও আসলাম সানী। বক্তৃতা করেন প্রাবন্ধিক ও শিশুসাহিত্যি গবেষক আহমাদ মাযহার, বিশিষ্ট রাজনীতিক মোহাম্মদ ইকবাল, ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, হারুন আল রশীদ, কবি বাঁধন রায় প্রমুখ। অনুষ্ঠানে এ বছর ছড়াসাহিত্যে রোমেন রহমান, কাব্যসাহিত্যে হাসানাত লোকমান ও ছড়াপত্রিকা সম্পাদনায় লোকমান আহম্মদ আপনকে ‘শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতিপদক’ প্রদান করা হয়েছে।
×