ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দগ্ধ দাদি নাতনির মৃত্যু

প্রকাশিত: ০৫:৪২, ২৯ জানুয়ারি ২০১৭

দগ্ধ দাদি নাতনির মৃত্যু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর দক্ষিণ বাকলিয়ার দেওয়ানবাজার এলাকায় ভবনে বিস্ফোরণে দগ্ধ দাদি-নাতনি অবশেষে মারা গেছেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তাদের মৃত্যু হয়। বার্ন ইউনিট সূত্রে জানা যায়, দাদি ছামুদা খাতুন (৭০) ও তার নাতনি তনিমা আফরিন ইফতি (১৭) শুক্রবার রাত ১টার মধ্যে মৃত্যুবরণ করেন। তাদের শরীরের প্রায় শতভাগই দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন আরিফের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে নগরীর দক্ষিণ বাকলিয়ার দেওয়ানবাজার সংলগ্ন নিরাপদ হাউজিং সোসাইটির এক ভবনে বিকট বিস্ফোরণ ও অগ্নিকা-ের ঘটনা ঘটে। ‘মাদ্রাসা আরবিয়া খায়েরিয়া এতিমখানা’ নামের ভবনটি এলাকায় মাদ্রাসা ভবন হিসেবে পরিচিত। তবে সেখানে কোন মাদ্রাসা কিংবা এতিমখানা নেই। এ নামের প্রতিষ্ঠান রয়েছে আনোয়ারা উপজেলায়। ভবনটিতে মোট ৩৫টি ফ্ল্যাট রয়েছে। বিস্ফোরণে সবক’টি ফ্ল্যাটই কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়।
×