ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নওগাঁ পাউবোর কর্মকর্তা কর্মচারী বিরোধ তুঙ্গে

প্রকাশিত: ০৫:৩৮, ২৯ জানুয়ারি ২০১৭

নওগাঁ পাউবোর কর্মকর্তা কর্মচারী বিরোধ তুঙ্গে

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে একই অফিসের কর্মচারীদের নানাভাবে হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অফিসের নির্বাহী প্রকৌশলীকে জিম্মি করে উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হকের নেতৃত্বে এসও জোয়ার্দার মোঃ আসাদুল্লাহ ও এসও খয়বর রহমানের যোগসাজশে কতিপয় অফিসার সিবিএ তথা কর্মচারীদের বিভক্ত করার পাঁয়তারা অব্যাহত রেখেছে। তারা উন্নয়নমূলক কাজ ফেলে রেখে সিবিএর কর্মকা- ব্যাহত করে নওগাঁ পাউবো থেকে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের কার্যক্রম মুছে ফেলাই যেন তাদের প্রাত্যহিক কাজে পরিণত হয়েছে। বছরের বিশেষ বিশেষ দিনগুলোতে যেমন, ৩ নবেম্বর, ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ, জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীসহ শ্রমিক লীগের কোন অনুষ্ঠান তারা করতে দেয় না। উল্লিখিত দিনগুলোতে কৌশলে শাখা কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে মাঠপর্যায়ের কর্মচারীদের কাজের অজুহাতে অনুষ্ঠানে আসতে দেয়া হয় না। এমন কি সিবিএর কেন্দ্রীয় কর্মসূচীতেও কর্মচারীদের যোগ দিতে বাধা প্রদান করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এমন ঘটনায় বর্তমানে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ঠা-া লড়াই চলছে। নওগাঁ পাউবোর সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে লিয়াকত আলী ও বিপুল চন্দ্র সিকদার জানান, উপ-বিভাগীয় প্রকৌশলী নওগাঁয় যোগদানের পর থেকেই এখানকার কর্মচারীদের নানাভাবে হয়রানি শুরু করেছেন। কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টায় ও বিকেল ৫টায় হাজিরা খাতায় স্বাক্ষরের নিয়ম চালু করেছেন। সারাদিন অফিসে থাকলেও তাদের কোথাও বসতে দেয়া হয় না। এরই ধারাবাহিকতায় গতবছর ৩ অক্টোবর কর্মচারীরা নির্বাহী প্রকৌশলীর কক্ষে গিয়ে তাকে সমস্যাগুলো অবগত করলে সেখানে উপস্থিত এসডিই নাজমুল হক সিবিএ সভাপতিকে কটূক্তি করলে সভাপতি তার প্রতিবাদ জানান। এ সময় নির্বাহী প্রকৌশলী বিষয়টি সমাধানের চেষ্টা করলে সেখানে আকস্মিকভাবে আরেক উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা মোকছেত হাসান শিবলী উত্তেজিত হয়ে সিবিএ সভাপতিকে ‘গেট আউট’ বলে নির্বাহী প্রকৌশলীর অফিস থেকে বের করে দেয়ার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য শুনে বিষয়টি নিরসন করে দেন। কিন্তু পরবর্তীতে ওই স্বার্থান্বেষী মহল অফিসের ৮ কর্মচারীর বিরুদ্ধে অবৈধভাবে আর্থিক সুবিধা লাভের দাবি, অকথ্যভাষায় গালিগালাজ, অশোভন আচরণসহ শারীরিকভাবে লাঞ্ছিত করার মিথ্যা অভিযোগ আনেন। যা কর্মচারীদের মানসিকভাবে নির্যাতনের শামিল বলে দাবি করেন তারা। এসডিই নাজমুল হক তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। এ বিষয়ে শুক্রবার নওগাঁ পাউবোর নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আভ্যন্তরীণ, নাজুক এবং তা নিরসনও হয়েছিল। তবে উর্ধতন কর্তৃপক্ষ বিষয়টি অবগত হয়ে গত ১ জানুয়ারি তদন্ত করে গেছেন। তদন্ত রিপোর্ট পেলেই বিষয়টি জানা যাবে।
×