ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডিমলায় শিক্ষক লাঞ্ছিত ॥ দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৫:২৯, ২৯ জানুয়ারি ২০১৭

ডিমলায় শিক্ষক লাঞ্ছিত ॥ দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ শিক্ষক লাঞ্ছিত করার ঘটনার বিচার দাবিতে ডিমলা খগাখড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টায় তারা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে। ৃশিক্ষার্থীর অভিযোগ বুধবার দুপুর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর সামনে বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৈশাল চন্দ্র রায়কে কিল ঘুষি মেরে লাঞ্ছিত করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য কামরুল হাসান ওরফে লিটু। অথচ তার কোন সন্তান এ বিদ্যালয়ে নেই। তিনি প্রভাব বিস্তার করে অভিভাবক সদস্য হয়েছেন। এর প্রতিবাদ করতে গেলে তিনি লাঞ্ছনার শিকার হয়। এতে আহত শিক্ষককে প্রথমে ডিমলা হাসপাতালে ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হয়। এ ঘটনায় লিটুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা উক্ত মানববন্ধন কর্মসূচী পালন করে।
×