ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ড্যাফডিল ভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকীতে মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত: ০৫:২৮, ২৯ জানুয়ারি ২০১৭

ড্যাফডিল ভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকীতে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৮ জানুয়ারি ॥ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শক্তিশালী সম্পর্কের একটি অন্যতম দিক হলো শিক্ষার জন্য আমাদের গভীর শ্রদ্ধা, শিক্ষাদানের প্রতি অঙ্গীকার এবং শেখার জন্য উৎসাহ। একটি উন্নত শিক্ষা পারে একজন ব্যক্তির জীবনকে পরিবর্তন করতে। শনিবার দুপুরে উপজেলার আশুলিয়া থানাধীন দত্তপাড়া এলাকায় ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম. ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. এস.এম. মাহাবুবুল হক মজুমদার প্রমুখ।
×