ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাগুরায় বাল্যবিয়েকে লাল কার্ড ও ভিক্ষুকমুক্ত ঘোষণা

প্রকাশিত: ০৫:২৫, ২৯ জানুয়ারি ২০১৭

মাগুরায় বাল্যবিয়েকে লাল কার্ড ও ভিক্ষুকমুক্ত ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৮ জানুয়ারি ॥ সদর উপজেলাকে বাল্যবিয়ে ও ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রীরা বাল্যবিয়ে না করার শপথ গ্রহণ করে লালকার্ড দেখিয়েছে। শনিবার দুপুরে এ উপলক্ষে সদর উপজেলার হাজীপুর হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে খুলনা বিভাগীয় আবদুস সামাদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করেন। জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম আল-হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কু-ু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রুস্তম আলী, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ারুল ইসলাম। এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক ছাত্রী বাল্যবিয়ে না করার শপথ গ্রহণ করে লালকার্ড দেখায়। তারা লালকার্ড মাথায় উঁচু করে ধরে শপথ নেয়। এ সময় উপস্থিত জনতা তাদের এই কর্মসূচীর প্রতি একাত্ম ঘোষণা করেন। একই অনুষ্ঠানে সদর উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ারুল ইসলাম জানান, সদর উপজেলার ১২টি ইউনিয়নের ৩০৭ ভিক্ষুককে চিহ্নিত করে পুনর্বাসনের জন্য গাভী, ছাগল, হাস-মুরগি, রিক্সা, ভ্যান, সেলাই মেশিন, ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এ ছাড়াও যোগ্যতানুসারে বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা, ভিজিডি কার্ড দেয়া হয়েছে। মাগুরা সদর উপজেলা পরিষদ ও হাজীপুর ইউনিয়ন পরিষদ যৌথভাবে এর আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
×