ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে যৌন হয়রানির প্রতিবাদ ॥ ছাত্রকে কুপিয়ে খুন

প্রকাশিত: ০৫:১৭, ২৯ জানুয়ারি ২০১৭

বরিশালে যৌন হয়রানির প্রতিবাদ ॥ ছাত্রকে কুপিয়ে খুন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্কুলের ছাত্রীদের যৌন হয়রানির প্রতিবাদ করায় বরিশাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দশম শ্রেণীর এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে নয়টায় জিলা স্কুলের বর্ধিত ক্যাম্পাসসংলগ্ন এলাকায়। নিহত শিক্ষার্থী সাইদুর রহমান হৃদয় (১৫) শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ও ভা-ারিয়া উপজেলা সদরের শাহীন গাজীর ছেলে। নিহত হৃদয়ের সহপাঠী গোলাম সাইদ রাফি জানায়, পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রায়ই তাদের স্কুলে এসে ছাত্রীদের বিভিন্ন ধরনের যৌন হয়রানি করে আসছিল। এ ঘটনায় হৃদয় তাদের বাধা দিয়ে আসছিল। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার সকালে ১০ থেকে ১৫ জনের একটি দল একত্রিত হয়ে হৃদয়কে স্কুলে আসার পথে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় হৃদয়ের চিৎকারে তার সহপাঠীরা এগিয়ে এলে পলিটেকনিক ইনস্টিটিউটের হামলাকারী শিক্ষার্থীরা পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসার পর সকাল সোয়া ১০টায় হৃদয় মারা যায়। দুপুরে নগরীর কালু শাহর বাসা থেকে সায়েমু নামে একজনকে আটক করা হয়েছে। নড়াইলে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা নড়াইল থেকে জানান, লোহাগড়ায় এক সন্তানের জননী সীমা বেগমকে (২৫) শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর নিহতের স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার চোরখালী গ্রামে। নিহতের স্বজনরা জানান, প্রায় পাঁচ বছর আগে লোহাগড়া থানার চোরখালী গ্রামের হান্নান মোল্যার ছেলের সঙ্গে সীমার বিয়ে হয়। বিয়ের পর পারিবারিক কলহের জের ধরে বিভিন্ন সময় মারপিট করত। শনিবার সকালে নিহতের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মারপিট করলে সীমা বেগম মৃত্যুর কোলে ঢলে পড়লে তারা লোহাগড়া হাসপাতালে নিয়ে রেখে পালিয়ে যায়। পরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
×