ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচ

খেলবেন পান্ডে, জাদবরা

প্রকাশিত: ০৪:১৪, ২৯ জানুয়ারি ২০১৭

খেলবেন পান্ডে, জাদবরা

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের বিপক্ষে ভারতের মাটিতে প্রথমবারের মতো একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি হায়দরাবাদে টেস্টটি অনুষ্ঠিত হবে। রাজীব গান্ধী স্টেডিয়ামে হবে ম্যাচটি। এর আগে ৫ ও ৬ ফেব্রুয়ারি হায়দরাবাদেরই সেকান্দ্রাবাদের জিমখানা মাঠে দুইদিনের প্রস্তুতি ম্যাচ হবে। এই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলের বিপক্ষে খেলবে ভারত ‘এ’ দল। শনিবার প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলে হার্দিক পান্ডে, জয়ন্ত জাদবের মতো পরিচিত মুখ আছেন। পান্ডে, জাদবরা খেলবেন এই প্রস্তুতি ম্যাচ। পান্ডে ও জাদব ছাড়াও ভারতীয় ‘এ’ দলে অভিনব মুকুন্দ, প্রিয়াঙ্ক পাঞ্চাল, শ্রেয়াষ আইয়ার, ইশাঙ্ক জাগ্গি, ঋষভ পন্থ, ইশান কিষাণ, বিজয় শংকর, শাহবাজ নাদিম, কুলদীপ জাদব, অঙ্কিত চৌধুরী, সি ভি মিলিন্দ ও নিতিন সাইনি রয়েছেন। ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচটি খেলতে মঙ্গলবার ফিটনেস টেস্ট দেবেন ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে ম্যাচটিতে যারা দলে সুযোগ করে নিতে পারেন, তারা ফিটনেস টেস্ট দেবেন। এরপর বৃহস্পতিবারই হায়দরাবাদের উদ্দেশে উড়াল দেবেন ক্রিকেটাররা। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর ১৬ বছরের বেশি দিন পার হয়েছে। ইতিহাসে নিজেদের অভিষেক টেস্ট ম্যাচটাই ভারতের বিরুদ্ধে খেলে যাত্রাটা শুরু হয়েছিল। আর চারবার বাংলাদেশ সফর করেছে ভারতীয় দল। সবমিলিয়ে বাংলাদেশের বিরুদ্ধে খেলেছে ৮ টেস্ট। এর মধ্যে সাফল্য বলতে মাত্র দুটি টেস্টে ড্র। কিন্তু বাকি ৬ টেস্টেই হার দেখেছে বাংলাদেশ। এর মধ্যে একবারও বাংলাদেশ দলকে নিজেদের মাটিতে টেস্ট খেলতে আমন্ত্রণ জানায়নি বিসিসিআই। তবে বিশ্বকাপ ছাড়া একবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফর করেছে। এবার টেস্ট খেলার সেই কাক্সিক্ষত সুযোগ বাংলাদেশের সামনে ধরা দিয়েছে। আর মাত্র ১০ দিন পরই ভারতের বিপক্ষে ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। ঐতিহাসিক এ টেস্ট ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচও খেলবে। ভারত ‘এ’ দল এ প্রস্তুতি ম্যাচের জন্য প্রস্তুতও হয়ে গেছে। ভারত ‘এ’ দল ॥ হার্দিক পান্ডে, জয়ন্ত জাদব অভিনব মুকুন্দ, প্রিয়াঙ্ক পাঞ্চাল, শ্রেয়াষ আইয়ার, ইশাঙ্ক জাগ্গি, ঋষভ পন্থ, ইশান কিষাণ, বিজয় শংকর, শাহবাজ নাদিম, কুলদীপ জাদব, অঙ্কিত চৌধুরী, সি ভি মিলিন্দ ও নিতিন সাইনি। ওয়ালটন বেসবলে চ্যাম্পিয়ন পুলিশ স্পোর্টস রিপোর্টার ॥ অভিষেকেই নজরকাড়া সাফল্য পেল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ওয়ালটন জাতীয় বেসবলে চ্যাম্পিয়ন হয়েছে তারা। শনিবার ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ডিএমপি বেসবল দল ১৪-৩ পয়েন্টে ঢাকা কমার্স কলেজ দলকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নেয়। এর আগে ২০০৯ সালে প্রথম জাতীয় বেসবল প্রতিযোগিতায় মোকাদ্দেস আলী স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় ও তৃতীয় আসরে শিরোপা জিতেছিল এসকেএসপি সিরাজগঞ্জ। শনিবার ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
×