ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিসিএলের প্রথম দিনেই বিপাকে ওয়ালটন মধ্যাঞ্চল

দাপট বিসিবি উত্তরাঞ্চলের

প্রকাশিত: ০৪:১৩, ২৯ জানুয়ারি ২০১৭

দাপট বিসিবি উত্তরাঞ্চলের

স্পোর্টস রিপোর্টার ॥ দেশের একমাত্র প্রথম শ্রেণীর ফ্র্যাঞ্চাইজি লীগ বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) শনিবার শুরু হয়েছে। প্রথম দিনেই বিপাকে পড়ে গেছে ওয়ালটন মধ্যাঞ্চল। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের আবু জায়েদ রাহির (৫/৩৭) গতির সামনে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২২৪ রানেই গুটিয়ে যায় মধ্যাঞ্চল। এরপর পূর্বাঞ্চলের অপরাজিত থাকা দুই ওপেনার লিটন কুমার দাস ও মেহেদী মারুফ মিলে ধুমধড়াক্কা ব্যাটিং করে বিনা উইকেটে ৯৫ রান করে। এখনও পূর্বাঞ্চল ১২৯ রানে পিছিয়ে রয়েছে। তবে যে ধারাবাহিকতা পূর্বাঞ্চলের দুই ব্যাটসম্যান দেখিয়েছেন, তা বজায় থাকলে মধ্যাঞ্চল আরও বিপদে পড়তে পারে। যদি দ্বিতীয় ইনিংসে ব্যাটিংটা ভালো করতে না পারে। বিসিবি উত্তরাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের মধ্যকার ম্যাচে প্রথমদিনেই দাপট দেখাচ্ছে উত্তরাঞ্চল। ওপেনার জহুরুল ইসলাম অমির ৬৫ ও নাঈম ইসলামের অপরাজিত ৫৪ রানে প্রথমদিনে ৩ উইকেট হারিয়ে ২১০ রান করে ফেলেছে উত্তরাঞ্চল। বিসিএলের বর্তমান চ্যাম্পিয়ন দল হচ্ছে মধ্যাঞ্চল। এবারও দলটি শিরোপা অক্ষুণœ রাখতে চায়। দলটির শক্তিশালী দিক হচ্ছে ব্যাটিং। আর দুর্বল দিক পেস আক্রমণ। বলতে গেলে বোলিং দিকটা খুবই দুর্বল। কিন্তু প্রথমদিনে কোন দিকেই সাফল্য মিলল না মধ্যাঞ্চলের। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে পূর্বাঞ্চল মধ্যাঞ্চলকে আগে ব্যাট করতে পাঠায়। সুযোগটি কাজে লাগাবে কী, উল্টো ৮৬ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দলটি। ১৪০ রানে ৮ উইকেটের পতনও ঘটে যায়। এমন মুহূর্তে মোহাম্মদ শরীফ হাল ধরেন। ৪৪ রানের ইনিংস খেলেন। মোশাররফ হোসেন রুবেলও দুর্দান্ত ব্যাটিং করেন। অপরাজিত ৪৬ রান করেন। শরীফ ও মোশাররফ মিলে যে ৭০ রানের জুটি গড়েন, সেখানেই দল ২০০ রান অতিক্রম করে। না হলে অলআউট হওয়ার আগে যে ২২৪ রান করে মধ্যাঞ্চল। তাও করতে পারত না। মধ্যাঞ্চলের বোলারদের দুর্বলতা কাজে লাগিয়ে লিটন (৬০*) ও মেহেদী (৩২*) মিলে দলকে ১৯ ওভারের মধ্যেই ৯৫ রানে নিয়ে যান। আজ দ্বিতীয় দিনে এ দুইজন ব্যাট হাতে নামবেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট নিয়ে দুর্দান্ত খেলছে উত্তরাঞ্চল। প্রথমদিনেই ২১০ রান করেছে দলটি। ব্যাটসম্যানরা ঐক্যবদ্ধ নৈপুণ্য দেখাচ্ছেন। জহুরুল ও নাঈমের অর্ধশতকের সঙ্গে ফরহাদ হোসেনের ৪৩ রান দলকে সুবিধা করে দিচ্ছে। সঙ্গে নাসির হোসেনের অপরাজিত ৩৫ রান তো আছেই। শুরুতে অবশ্য ২ রানেই একটি উইকেট হারায় উত্তরাঞ্চল। এরপর ঘুরে দাঁড়ায়। প্রথম দিনটি নিজেদের করেও নেয়। স্কোর ॥ প্রথম দিন শেষে মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচ মধ্যাঞ্চল প্রথম ইনিংস ২২৪/১০; ৬৫.২ ওভার (মোশাররফ ৪৬*, শরীফ ৪৪, তানভির ২৬; জায়েদ ৫/৩৭, সাকলায়েন ২/৪৩)। পূর্বাঞ্চল ইনিংস প্রথম ইনিংস ৯৫/০; ১৯ ওভার (লিটন ৬০*, মেহেদী ৩২*)। উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চল ম্যাচ উত্তরাঞ্চল প্রথম ইনিংস ২১০/৩; ৯৩ ওভার (জহুরুল ৬৫, নাঈম ৫৪*, ফরহাদ ৪৩, নাসির ৩৫*; জিয়াউর ১/২৮)। রাজবাড়ীতে ব্যাডমিন্টন নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী ॥ রাজবাড়ীর পাংশা পৌরসভা চত্বরে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে মরহুম গওহার উদ্দিন ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এবারের আসরে স্বাগতিক রাজবাড়ী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং গোপালগঞ্জ এই ৪টি জেলার ৮টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় চুয়াডাঙ্গা মেসার্স হাবিব ট্রেডার্স এবং রাজবাড়ী শাপলা দলের মধ্যে। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ জিল্লুল হাকিম টুর্নামেন্ট উদ্বোধন করেন।
×