ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার হার ৮ উইকেটে

ওয়ানডেতে জয় দিয়ে শুরু দ.আফ্রিকার

প্রকাশিত: ০৪:১২, ২৯ জানুয়ারি ২০১৭

ওয়ানডেতে জয় দিয়ে শুরু দ.আফ্রিকার

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০তে হারলেও জয় দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল প্রোটিয়ারা। পোর্ট এলিজাবেথের বোলাররাই স্বাগতিকদের জয়ের ভিত গড়ে দেন। টস জিতে বোলিং নেয়া এবি ডি ভিলিয়ার্সবাহিনী প্রতিপক্ষকে ৪৮.৩ ওভারে ১৮১ রানে গুঁড়িয়ে দেয়। স্পিনার ইমরান তাহির ও পেসার ওয়ান পারনেল দু’জনেই নিয়েছেন ৩টি করে উইকেট। জবাবে হাসিম আমলা (৫৭), ফ্যাফ ডুপ্লেসিস (৫১*) ও এবির (৩০*) দারুণ ব্যাটিংয়ে ৩৪.২ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দ. আফ্রিকা। কুইন্টন ডিকক করেন ৩৪ রান। ডারবানে বুধবার দ্বিতীয় ওয়ানডে। এর আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। স্কোর বোর্ডে ১ রান যোগ হতেই ওপেনার নিরোশান দিকওয়েলা সাজঘরে ফেরেন। ব্যক্তিগত ৫ রানের মাথায় বিদায় নেন আরেক অভিষিক্ত ওপেনার সান্দুন ওয়েরাকোদিও। চরম বিপদের মাঝে অতিথি লঙ্কার হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন কুশল মেন্ডিস। ৯৪ বলে ১০টি চারের সাহায্যে ইনিংসটি সাজান তিনি। ধনঞ্জয় ডি সিলভার ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান। উইকেটরক্ষক দিনেশ চান্দিমাল করেন ২২ রান। এ্যাঞ্জেলো ম্যাথুজের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালনকারী উপুল থারাঙ্গা ৬ রানের বেশি করতে পারেননি।
×