ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ মাঠে নামছে রিয়াল, বার্সা

প্রকাশিত: ০৪:১১, ২৯ জানুয়ারি ২০১৭

আজ মাঠে নামছে রিয়াল, বার্সা

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দান্ত গতিতে ছুটছিল রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের অধীনে গত বছরে তিনটি শিরোপা জয়ের স্বাদ পায় স্পেনের জায়ান্ট ক্লাবটি। নতুন বছরের দ্বিতীয় সপ্তাহেই টানা ৪০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েন রামোস-রোনাল্ডোরা। কিন্তু জানুয়ারির মাঝামাঝি সময়ে এসেই যেন খেই হারিয়ে ফেলে রিয়াল। অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা লস ব্ল্যাঙ্কোসরা শেষ পাঁচ ম্যাচে জয় পায় মাত্র একটিতে। বাকি চার ম্যাচের সমান দুটি ড্র ও পরাজয়ের স্বাদ পায় রিয়াল মাদ্রিদ। শুধু তাই নয়, সেল্টা ভিগোর কাছে সমষ্টিগতভাবে হেরে স্প্যানিশ কোপা ডেল’রে থেকেও বিদায় নেয় জিনেদিন জিদানের দল। বছরের শুরুর এই ব্যর্থতা থেকে বেরিয়ে আসার লক্ষ্য নিয়েই আজ লাগ লীগায় মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জিদানের শিষ্যদের প্রতিপক্ষ আজ রিয়াল সোসিয়েডাড। ১৮ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ যেখানে শীর্ষে। সেখানে এক ম্যাচ বেশি খেলা রিয়াল সোসিয়েডাডের দখলে ৩৫ পয়েন্ট। অবস্থান লীগ টেবিলের ষষ্ঠ। এদিকে রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বফ বার্সিলোনাকে আজ আতিথ্য দেবে রিয়াল বেটিস। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলতে থাকা লুইস এনরিকের দল এ ম্যাচেও জয়ের বিকল্প কিছু ভাবছে না। তবে স্প্যানিশ জায়ান্টরা এই মুহূর্তে মেসির চুক্তি নিয়ে বেশ চিন্তিত। কেননা আগামী বছরেই যে, বার্সিলোনার সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে লিওনেল মেসির। তার আগেই বিশ্বফুটবলের সেরা তারকাকে রেখে দেয়ার জন্য মরিয়া স্পেনের জায়ান্ট ক্লাবটি। স্প্যানিশ দৈনিক মার্কা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে মেসিকে ন্যু ক্যাম্পে রাখার জন্য দলের চার ফুটবলারকে বিক্রি করে দিবে বার্সিলোনা। কিন্তু কারা সেই চার জন। তা উল্লেখ করা হয়নি। তবে এখানে রয়েছেন ইভান রাকিটিচ। যাকে দলে ভেড়াতে মরিয়া ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড। শুধু ইংলিশ প্রিমিয়ার লীগের (ইপিএল) ক্লাবই নয় ক্রোয়েশিয়ান তারকাকে পেতে আগ্রহী ইতালিয়ান সিরি’এ লীগে গত কয়েক মৌসুম ধরে এককভাবেই রাজত্ব করা জুভেন্টাসও। বর্তমান বিশ্ব ফুটবলের সেরা তারকা মেসি। অসাধারণ সব কীর্তি গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। লুইস সুয়ারেজ ও নেইমারকে নিয়ে বার্সায় গড়ে তুলেছেন বিশ্বের সেরা আক্রমণভাগ। কাতালান ক্লাবটি ইতোমধ্যেই নেইমার ও সুয়ারেজের সঙ্গে চুক্তি নবায়ন করে ফেলেছে। কিন্তু বাকি রয়েছে এলএম টেনের সঙ্গে চুক্তি। যে কারণেই গত কয়েক মাস ধরে গুঞ্জন শুরু হয় যে বার্সা ছেড়ে নতুন কোন ঠিকানা গড়তে পারেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি। যদিওবা ক্লাব কর্তৃপক্ষ ইতোমধ্যেই সমর্থকদের জানিয়েছেন যে মেসিকে তারা ন্যু ক্যাম্পেই রেখে দিতে চান। মূলত সেজন্যই দলের কয়েকজন তারকা খেলোয়াড়কে বিক্রি করতে হচ্ছে তাদের। বার্সিলোনার জার্সিতে ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরার লিওনেল মেসি।
×