ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেদেরার-নাদাল মহারণ

প্রকাশিত: ০৪:১১, ২৯ জানুয়ারি ২০১৭

ফেদেরার-নাদাল মহারণ

স্পোর্টস রিপোর্টার ॥ ছয় বছর পর আবার তারা মুখোমুখি কোন গ্র্যান্ড সøামের শিরোপা লড়াইয়ে। একটা সময় দু’জনই ছিলেন অপ্রতিরোধ্য- পরস্পরের শ্রেষ্ঠত্ব নিয়ে জমে যেত তীব্র লড়াই। কিন্তু সুইজারল্যান্ডের তারকা রজার ফেদেরার ও স্পেনের রাফায়েল নাদাল মাঝে যেন হারিয়ে গিয়েছিলেন। সর্বশেষ গ্র্যান্ড সøামের শিরোপা লড়াইয়ে পরস্পরের বিরুদ্ধে তারা নেমেছিলেন ২০১১ সালের ফ্রেঞ্চ ওপেনে। এবার নতুন মৌসুমের প্রথম গ্র্যান্ড সøাম অস্ট্রেলিয়ান ওপেনেই মুখোমুখি হচ্ছেন তারা। আজ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবেন তারা মেলবোর্নের রড লেভার এ্যারেনায়। অবশ্য গ্র্যান্ড স্লাম ফাইনালের রেকর্ড বলছে ৮ বারের মুখোমুখিতে ৬-২ ব্যবধানে এগিয়ে নাদাল। সেদিক থেকে এবারও ফেবারিট তিনি। ফেদেরার ইতোমধ্যে ১৭ গ্র্যান্ড স্লাম জিতেছেন। গ্র্যান্ড সøামের ইতিহাসে এটি অনন্য এক রেকর্ডের নজির। কিন্তু মাঝে কয়েকটা বছর ভাল কাটেনি এ সুইস তারকার। রেকর্ড সময় ধরে এক নম্বর স্থান ধরে রাখা এ সুইস তারকা বর্তমানে সে কারণে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৭ নম্বরে অবস্থান করছেন। সর্বশেষ গ্র্যান্ড সøাম জেতার ৫ বছর পেরিয়ে গেছে। ২০১২ সালে উইম্বলডন জিতেছিলেন ফেদেরার। কিন্তু ৩৫ বছর বয়সী এ তারকা এরপর আর পারেননি নিজের রেকর্ডটাকে আরও সমৃদ্ধ করতে। মাঝে ইনজুরির সঙ্গে লড়তে হয়েছে। ফুরিয়ে গেছেন এ সুইস টেনিস তারকা এমনটাই বলছিলেন অনেকে। কিন্তু সেটার ব্যতিক্রম দেখালেন এবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠে। ২০১০ সালের পর আবার অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার দারুণ সুযোগ তার সামনে। চারবার মেলবোর্ন পার্কে শিরোপা ছুঁয়েছেন ফেদেরার। তৃতীয় রাউন্ডে ১০ নম্বর টমাস বার্ডিচ, চতুর্থ রাউন্ডে ৫ নম্বর কেই নিশিকোরি, কোয়ার্টারে মিশচা ভেরেভ। তবে কঠিন পরীক্ষায় পড়েছিলেন সেমিতে স্বদেশী ও বিশ্বের চার নম্বর স্টানিসলাস ওয়ারিঙ্কার বিরুদ্ধে। সব বাধা টপকে এখন পুরনো চরম শত্রু নাদালের মুখোমুখি হতে যাচ্ছেন আরেকটি শিরোপা অর্জনের পথে। ৩০ বছর বয়সী নাদাল গত দুই বছর ধরেই ছিলেন দারুণ সমস্যায় জর্জরিত। টানা ইনজুরি তাকে কোর্ট থেকে দূরে সরিয়ে রেখেছিল অনেকটা সময়। ২০১৪ পর্যন্ত অপ্রতিরোধ্যই ছিলেন তিনি। অনেক টুর্নামেন্টেই থেকেছেন অনুপস্থিত। তাই র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েন এক সময়ের এ শীর্ষ তারকা। বর্তমানে বিশ্বের ৯ নম্বর তিনি। ১৪টি গ্র্যান্ড সøাম জিতেছেন নাদাল। এর মধ্যে ৯ বারই ফ্রেঞ্চ ওপেন জিতে নিজেকে ক্লে কোর্টের রাজা হিসেবে প্রতিষ্ঠিত করেন। ক্যারিয়ারের সর্বশেষ গ্র্যান্ড সøাম জয় করেছিলেন ফরাসী ওপেনেই ২০১৪ সালে। আর অস্ট্রেলিয়ান ওপেনে সেই ২০০৯ সালে একবারই জেতেন। এবার আরেকটি সুযোগ। তৃতীয় রাউন্ডে ২৪ নম্বর আলেক্সান্ডার ভেরেভ, তৃতীয় রাউন্ডে ৬ নম্বর মনফিলিস, কোয়ার্টার ফাইনালে তিন নম্বর মিলোস রাওনিচ এবং সেমিতে গ্রিগর দিমিত্রভের কঠিন বাধা টপকাতে হয়েছে। আরেকটি ধাপ পেরোলেই চিরশত্রু ফেদেরারের সঙ্গে গ্র্যান্ড সøাম জয়ের ব্যবধানটা (ফেদেরার ১৭- নাদাল ১৪) কমিয়ে আনতে পারবেন। অবশ্য গ্র্যান্ড সøামের ফাইনালে এখন পর্যন্ত ৮ বার মুখোমুখি লড়াইয়ে ৬ বারই শিরোপা জিতেছেন নাদাল। ফেদেরার জিততে পেরেছেন মাত্র ২ বার। তাই এবার নাদালকেই ফেবারিট বিবেচনা করছেন সবাই। তাছাড়া পরস্পরের ৩৪ বারের মোকাবেলাতেও নাদাল এগিয়ে ২৩ বার জিতে। কিন্তু সবসময়ই হয়েছে তীব্র লড়াই। আরেকটি উত্তেজনাকর ম্যাচ দেখার অপেক্ষায় মেলবোর্ন পার্কের রড লেভার এ্যারেনা। কোর্টের শত্রুতা শুরু হয়েছিল ২০০৬ সালে। সে বছর ফ্রেঞ্চ ওপেনে নাদাল এবং উইম্বলডনে ফেদেরার জয় পান। ২০০৭ সালের ফ্রেঞ্চ ওপেনে আবার নাদাল এবং উইম্বলডনে ফেদেরার। ২০০৮ সালে অবশ্য এ দুটিতেই শিরোপা জয় করেন নাদাল। আর অস্ট্রেলিয়ান ওপেনে একবারই ২০০৯ সালে মুখোমুখিতে শিরোপা হারিয়েছেন ফেদেরার। সর্বশেষ এ হাড্ডাহাড্ডি লড়াইটা হয়েছে ২০১১ সালের ফ্রেঞ্চ ওপেনে। কিন্তু ক্লে কোর্টের রাজা নাদালই জিতে যান সেবার। এরপর আর কোন গ্র্যান্ড সøামের ফাইনালে পরস্পরের মুখোমুখি হননি দু’জন। তাই বাড়তি এক উত্তেজনার রেশ ছড়িয়ে পড়েছে আগেভাগেই।
×