ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উইন্ডিজের নতুন কোচ স্টুয়ার্ট ল

প্রকাশিত: ০৪:০৯, ২৯ জানুয়ারি ২০১৭

উইন্ডিজের নতুন কোচ স্টুয়ার্ট ল

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিবীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পেলেন স্টুয়ার্ট ল। শনিবার ৪৮ বছর বয়সী সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের সঙ্গে চুক্তির বিষয়টি জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। গত বছরের সেপ্টেম্বরে ফিল সিমন্সকে অব্যাহতি দেয়ার পর প্রায় চার মাস কোচবিহীন ছিল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে জাতীয় দলকে ঢেলে সাজানোর অংশ হিসেবে ক্রিকেট পরিচালক হিসেবে জিমি এ্যাডামস ও নির্বাচক বোর্ডের প্রধান হিসেবে কার্টনি ব্রাউন দলের সঙ্গে যোগ দিয়েছেন। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে তৃতীয় অস্ট্রেলিয়ান কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে কাজ শুরু করবেন ল। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ল-এর সঙ্গে ক্যারিবীয় বোর্ডের চুক্তি শেষ হবে। ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে তার প্রথম এ্যাসাইনমেন্ট ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ। এই মুহূর্তে নতুন কোচের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ২০১৭ সালের ডেডলাইন পার করা। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ যদি বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে না পারে তবে ২০১৯ সালের বিশ্বকাপের জন্য বাছাইপর্ব খেলে মূল পর্বের যোগ্যতা অর্জন করতে হবে। এ থেকে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের কোণঠাসা অবস্থাটাই ফুটে ওঠে। বর্তমানে পাকিস্তানের থেকে দুই পয়েন্ট ও বাংলাদেশের থেকে চার পয়েন্ট পিছিয়ে র‌্যাঙ্কিংয়ের নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজ। নতুন দায়িত্ব সম্পর্কে ল বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বর্তমান দলটির দায়িত্ব নেয়ার সুযোগ পেয়ে আমি দারুণ আনন্দিত। আশা করছি, সব চ্যালেঞ্জ ভালভাবে সামলে ক্যারিবীয়দের সামনে এগিয়ে নিতে যেতে পারব। এটা আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি এ্যাসাইনমেন্ট।’ আর ল-কে কোচ হিসেবে নিয়োগের ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকে সর্বাত্মক সহযোগিতা করেছেন বিদায়ী ক্রিকেট পরিচালক রিচার্ড পাইবাস। পাইবাসের স্থলাভিষিক্ত জিমি এ্যাডামস বলেন, ‘একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ল-দায়িত্ব গ্রহণ করেছেন। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বেশ কিছু তরুণ প্রতিভার খোঁজ পাওয়া গেছে; যাদের নিয়ে আশা করছি লয়ের সময়টা দারুণ কাটবে।’ ল-এর আগে প্রায় একই ধরনের পরিস্থিতিতে শ্রীলঙ্কা ও বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে বিগ ব্যাশ লীগে তিনি ব্রিসবেন হিটের কোচ হিসেবে কাজ করছেন। অস্ট্রেলিয়ার হয়ে মাত্র একটি টেস্ট খেললেও কোচিংয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার লয়ের। বাংলাদেশ, শ্রীলঙ্কা ছাড়াও অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ড ও ব্রিসবেন হিটের কোচ হিসেবে কাজ করেছেন। একসময় ছিলেন অস্ট্রেলিয়া জাতীয় দলের পরামর্শকও। ওয়েস্ট ইন্ডিজ দলের তৃতীয় অস্ট্রেলিয়ান কোচ হতে যাচ্ছেন ল। তার আগে দুই বছর দায়িত্ব পালন করে ২০০৭ বিশ্বকাপের পর বরখাস্ত হয়েছিলেন বেনেট কিং। জন ডাইসনও আবার দুই বছর দায়িত্ব পালন করে বরখাস্ত হন ২০০৯ সালে!
×