ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি২০ আজ

প্রকাশিত: ০৪:০৮, ২৯ জানুয়ারি ২০১৭

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি২০ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি২০ আজ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে ১-০তে পিছিয়ে বিরাট কোহলির ভারত। স্বাগতিকদের জন্য ম্যাচটা তাই সিরিজে টিকে থাকার লড়াই। অথচ ঘরের মাটিতে ৫ টেস্টের সিরিজে অতিথিদের ৪-০তে উড়িয়ে দিয়েছিল কোহলির দল। প্রথম দুই ওয়ানডেতেও অব্যাহত ছিল সাফল্যের সেই ধারা। রঙিন পোশাকের নেতৃত্বে রঙিন অভিষেক হয়েছিল ‘সুপার’ কোহলির। কিন্তু ইংলিশদের পাওয়ার ব্যাটিংয়ের কাছে শেষ ওয়ানডেতে হেরে বসে তারা। মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, সুরেশ রায়না, লোকেশ রাহুল, মানিষ পান্ডেদের নিয়ে গড়া লাইনআপ থেমে যায় ১৪৭Ñএ। মাত্র ২১ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মঈন আলি। নাগপুরে আজকের ম্যাচটি শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। সাফল্যের মাঝেও ভারত আসলে ওপেনিং জুটিতে ভুগছে। ইনজুরির কারণে নেই রোহিত শর্ম ও শিখর ধাওয়ান। ওয়ানডেতে পুরোপুরি ব্যর্থ লোকেশ রাহুল ও অজিঙ্কা রাহানে। প্রথম টি২০তে তাই রাহুলের সঙ্গে গোড়াপত্তন করেন কোহলি। দারুণ শুরুর পরও ২৬ বলে ২৯ রান করে আউট হন অধিনায়ক। আন্তর্জাতিক ক্যালিয়ারে টপ-অর্ডারেই সফল তিনি। ম্যাচ হারের পর সংবাদ মাধ্যমের প্রশ্ন ছিল, টি২০তে ওপেন করা কতটা যুক্তিসঙ্গত? কারণ কোহলি আউট হওয়া মানে আগে ভাগেই পুরো দলের ওপর চাপ তৈরি হওয়া। তবে অধিনায়ক নিজের সিদ্ধান্তে অটল, ‘আইপিএলে ওপেন করি। সুতরাং টি২০তে এ ব্যাপারে আমার ধারণা খুবই পরিষ্কার। আমি ওপেন করলে দল মিডল-অর্ডারে অতিরিক্ত ব্যাটসম্যান পাবে। সুরেশ রায়নার মতো ব্যাটসম্যান তিন নম্বরে নামলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সেটাও মনে রাখতে হবে। আবার রোহিত শর্মা নেই যে ওপেনারের জায়গায় খেলে দেবে। সুতরাং আমি ওপেন করলেই দলে বেশি ভারসাম্য থাকবে।’ ইংলিশদের রুখতে স্কোর বোর্ডে ১৭০-১৮০ রান তুলতে হবে বলেও মনে করেন কোহলি। সুরেশ রায়ান (২৩ বলে ৩৪)-যুবরাজ সিং (১৩ বলে ১২) ভাল শুরু করেও আগের ম্যাচে ইনিংস বড় করতে পারেননি। পাঁচ নম্বরে নেমে ধোনি ২৭ বলে অপরাজিত ৩৬ না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। মঈনের স্পিনে বিভ্রান্ত ছোট্ট ফরমেটের স্পেশালিস্ট ব্যাটসম্যান মানিশ পান্ডে এলবিডব্লিউ হয়েছেন মাত্র ৩ রান করে। অতি আত্মবিশ্বাস ব্যর্থতার অন্যতম কারণ বলে মনে করছেন সুনীল গাভাস্কার। সাবেক গ্রেটের পরামর্শ খেলটা টি২০ হলেও কিছুটা দেখে জুটি গড়ে স্কোরবোর্ডে বড় স্কোর জমা করতে হবে। হেরে যাওয়া দুটি ওয়ানডতেই তিন শ’র ওপরে রান করেছিল ইংল্যান্ড। জয় পাওয়া শেষ ম্যাচেও তাই। যা সফরকারীদের বাড়তি আত্মবিশ্বাস এনে দেয়। টি২০ শুরুর আগে অধিনায়ক ইয়ন মরগান নিজেও সেটি বলেছিলেন। ইংলিশরা যে পাওয়ার ব্যাটিং পছন্দ করে কানপুরেও সেটি দেখা গেছে। ১ ওভার ১ বল আগেই লক্ষ্য টপকে গেছে অতিথিরা। আউট হওয়া তিন ব্যাটসম্যানের সবার স্ট্রাইক রেট ১০০, ১৫০ ও ২০০Ñএর ওপরে! প্রত্যাবর্তনে ৪৬ বলে ৪৬ রান করে অপাাজিত ছিলেন জো রুট। মাত্র ৩৮ বলে ৫১ রান করেন মরগান। ১ চারের বিপরীতে ৪টি ছক্কা হাঁকিয়েছেন অধিনায়ক। ভারতীয় বোলারদের মধ্যে সফল যুভেন্দ্র চাহাল ২৭ রান দিয়ে নেন ২ উইকেট। তবে সম্প্রতি দলটির ছোট্ট ফরমেটের সেরা তিন পেসার আশিষ নেহরা, জাসপ্রিত বুমরাহ ও হারদিক পান্ডিয়ারা ব্যর্থ হন। ইনজুরি কাটিয়ে ফিরলেও ছন্দ হারিয়েছেন অভিজ্ঞ নেহরা। স্বাগতিকদের বোলিং বিভাগে পরিবর্তন অনেকটা নিশ্চিত। নেহরার পরিবর্তে ভূবনেশ্বর কুমার জায়গা করে নিতে পারেন। দুই ওয়ানডেতে ১ উইকেট পেলেও প্রয়োজনের সময় ভাল বল করেছিলেন তিনি। স্পিনে এক চাহাল আশা দেখালেও পারভেজ রসুল সুবিধা করতে পারেননি। ক্যারিয়ারের প্রথম টি২০তে ৩২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন জম্মু-কাশ্মীর থেকে উঠে আসা আলোচিত এই মুসলিম। রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজার মতো বড় দুই স্পিনার বিশ্রামে। ঘূর্ণিবলে চাহালের সঙ্গে আজ তাই অমিত মিশ্রকে দেখা যেতে পারে। নিউজিল্যান্ড সিরিজে ১৫ উইকেট নিয়েছিলেন এই লেগস্পিনার।
×